সব সিদ্ধান্ত সালাহউদ্দিন স্যার নেন না: মিরাজ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি গড়িয়েছিল সুপার ওভারে। তবে সেখানে ব্যাটসম্যান হিসেবে শুরুতেই নামানো হয় সাইফ হাসান ও সৌম্য সরকারকে। এরপর সৌম্য আউট হলে আসেন নাজমুল হোসেন শান্ত। তবে তারা কেউই বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেননি। ১১ রানের লক্ষ্যে নেমে স্বাগতিকরা হারে ১ রানে।

মূল ম্যাচে ১৪ বলে ৩৯ রানের ইনিংস খেলা রিশাদ হোসেনকে সুপার ওভারে ব্যাটিংয়ে না পাঠানোয় বাংলাদেশের কোচ-অধিনায়ক-টিম ম্যানেজমেন্টকে নিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়। শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিলেও এই বিষয়টি নিয়ে কথা বলতে হয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে।



তিনি জানিয়েছেন টিম ম্যানেজমেন্টের সবাই মিলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। মিরাজ মনে করেন এক্ষেত্রে কেউ একজনকে দোষারোপ করার সুযোগ নেই। যা সিদ্ধান্ত নেয়া হয়েছে সবার সঙ্গে আলোচনা করে। এই সিদ্ধান্তেই যদি বাংলাদেশ জিততো সেই ম্যাচে তাহলে এতো সমালোচনা হতো না বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।

মিরাজ বলেন, 'দেখুন, আমরা কিন্তু প্রথমবারের মতো সুপার ওভার খেলেছি। তবে এটা আমাদের জন্য এক ধরনের অভিজ্ঞতা। ফিজ খুব ভালো বোলিং করেছে, দুর্ভাগ্যবশত একটা বাউন্ডারি হয়ে গেছে। আমাদের নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেকে নানা কথা বলেছেন আরও ভালোভাবে কিছু করা যেত কি না। কিন্তু দিনের শেষে আমরা যেই সিদ্ধান্ত নিয়েছি, সেটা সবাই মিলে নিয়েছি। এখানে কাউকে এককভাবে দোষ দেওয়া ঠিক নয়।'

টিম ম্যানেজমেন্টের পক্ষে দাঁড়িয়ে মিরাজ আরও বলেন, 'একটা দল হিসেবে কোচ, অধিনায়ক সবার দায়িত্ব ভিন্ন। আমি যদি কোনো সিদ্ধান্ত নেই, সেটা ভুলও হতে পারে, কিন্তু কোচ আমাকে সাপোর্ট করেন। একইভাবে, কোচ যদি কখনো ভুল সিদ্ধান্ত নেন, আমরাও তাকে সাপোর্ট করি। দিনের শেষে সফলতাও আসতে পারে, নাও আসতে পারে। আপনি দেখুন, যদি ফলটা আমাদের পক্ষে যেত, তাহলে সবাই সেটাকেই সাফল্য বলত। কিন্তু যখন যায়নি, তখন সেটা ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। বিষয়টা এমনই।'



বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বে আছেন ফিল সিমন্স। তবে গুঞ্জন আছে ব্যাটিং অর্ডার সংক্রান্ত বেশিরভাগ সিদ্ধান্তই নেন সিনিয়র সহকারী কোচ সালাহউদ্দিন। মিরাজ জানিয়েছেন অধিনায়ক ও কোচ সালাহউদ্দিন সব সিদ্ধান্ত নেন এটা এমন নয়। সিমন্সও নিজের মতামত জানান সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে। অনেক সময় মতভেদও হয়। তবে সবাই সবার সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন।

এই বিষয়ে মিরাজ বলেন, 'অবশ্যই, প্রধান কোচ প্রথমে সিদ্ধান্ত নেন। সবার ধারণা সবকিছু মনে হয় অধিনায়ক, কোচ....আবার অনেকে মনে করেন সালাহউদ্দিন স্যার যেটা বলেন সেটাই নেয়া হচ্ছে। ব্যাপারটা মোটেও এরকম না। আমরা যখন সিদ্ধান্ত নিই তখন সবাই একসাথে পরামর্শ করা হয়। ফিল সিমন্স পরামর্শ করেন, সালাহউদ্দিন স্যারের সাথে কথা বলেন, আমার সাথেও কথা বলেন। অনেক সময় আমরা সম্মতি দিই আবার অনেক সময় দিই না।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
গেস্টরুম-গণরুম কালচার ছাত্রদলে নেই: রাকিব Oct 24, 2025
img
পুরুষ হলে আমাদের মুখোমুখি হোন, পাক সেনাপ্রধানকে টিটিপি Oct 24, 2025
img
অগ্নিনিরাপত্তা পরিদর্শন সপ্তাহ পালনের নির্দেশ প্রধান উপদেষ্টার Oct 24, 2025
img
বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর Oct 24, 2025
এখন মোটামুটি জেনেভা ক্যাম্প নিরাপদ! Oct 24, 2025
ঢাবিতে অভিযান চালিয়ে যা পাওয়া গেল! | Oct 24, 2025
কুমিল্লা নগরীর সড়কে শৃঙ্খলা ফিরাতে ট্রাফিক পুলিশের অভিযান Oct 24, 2025
১৫ সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেন সরোয়ার Oct 24, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Oct 24, 2025
চাকসু পরিচালকের বিতর্কিত ফেসবুক পোস্টকে ঘিরে শপথ অনুষ্ঠানে হট্টগো/ল Oct 24, 2025
এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে ট্রাম্পের কূটনৈতিক পদক্ষেপ Oct 24, 2025
অতীতের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির Oct 24, 2025
চরফ্যাশনে ৩ শতাধিক দুস্থ ও অসহায় মানুষ পেল বিএনপি'র উপহার Oct 24, 2025
সোশ্যাল মিডিয়া নয়, কাজের জগতে ব্যস্ত মাহি Oct 24, 2025
img
হাসিনা সরকারের কিছু ভুল ছিল, স্বীকার করেছেন জয় Oct 24, 2025
img
রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্মেলন স্থগিত ঘোষণা পুতিনের Oct 24, 2025
img
মেসিকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের: ডেভিড বেকহ্যাম Oct 24, 2025
img

নারী ওয়ানডে বিশ্বকাপ

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারত Oct 24, 2025
img
নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: সিফাত Oct 24, 2025
img
গভীর রাতে নাসীরুদ্দীনের পদত্যাগের গুঞ্জন, কী জানাল এনসিপি? Oct 24, 2025