রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অপরাধে নিষেধাজ্ঞার গত তিন সপ্তাহে (৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর) ৫ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকার জাল পুড়িয়ে ধ্বংস করে হয়েছে। সেই সঙ্গে ১৬৪ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার(২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক।
জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সরকারি কর্তৃক নিষেধাজ্ঞা অনুযায়ী গত ৪ অক্টোবর থেকে নদীতে সকল প্রকার মাছ ধরা বন্ধ রয়েছে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে অনেক অসাধু জেলে ও মৌসুমি জেলেরা মা ইলিশ শিকার করলে তাদেরকে আটক করে জেল জরিমানা করা হচ্ছে।
গত ৪ অক্টোবর থেকে আজ ২৩ অক্টোবর বিকেল ৩ টা পর্যন্ত ১৫৯ টি অভিযানে ৫২ টি মোবাইল কোর্ট করা হয়েছে। এসময় ১০৪৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ২৬ লক্ষ ৭২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি ১৬ লক্ষ ৮৬ হাজার টাকা। এছাড়াও ১৬৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২২ জনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং অভিযানে আটককৃত নৌকা নিলামে বিক্রি করে ৯৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া জেলেদের ১ লক্ষ ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, সরকার কর্তৃক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী শেষ দিন পর্যন্ত মাঠে থাকবে।
এমকে/এসএন