নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রাণ ফিরেছে বগালেক ও কেওক্রাডংয়ে

তিন বছরের নিষেধাজ্ঞা শেষে গত ১ অক্টোবর কেওক্রাডং পাহাড় এবং এর পাদদেশের বগালেক আবার পর্যটকদের জন্য খুলে গেছে। রুমা উপজেলার গভীর পাহাড়ে অবস্থিত এক প্রাকৃতিক হ্রদ, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ১,২৪৬ ফুট (৩৮০ মিটার)। চারপাশে ঘন বাঁশঝাড়ে ঘেরা এই হ্রদ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি।

প্রায় ১৮.৫৬ একর আয়তনের এই স্বাদুপানির হ্রদকে কেন্দ্র করে এক সময় গড়ে উঠেছিল প্রাণবন্ত পর্যটন ব্যবসা। স্থানীয় বম নৃ-গোষ্ঠীর মানুষ ঘরবাড়ি ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির কারণে তিন বছর ধরে পর্যটন নিষিদ্ধ থাকায় বগাপাড়ার জীবন থমকে যায়। নিষেধাজ্ঞা ওঠে যাওয়ায় কাটতে শুরু করেছে স্থবিরতা। নতুন করে হাসি ফুটেছে পাহাড়িদের মুখে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিম বমের সঙ্গে কথা বলে জানা যায়, পড়াশোনা শেষে উদ্যোক্তা হওয়ার স্বপ্নে গ্রামে ফিরে তিনি নিজের কটেজ চালু করেছিলেন। তিন বছর বন্ধ থাকার পর সেখানে এখন আবার আলো জ্বলছে। তার মা, বয়সের ভারে ন্যুব্জ হলেও, অতিথিদের জন্য প্রতিদিন তিনবেলা রান্না করেন হাসিমুখে।

বগালেকে ফিরেছে পর্যটকের কোলাহল। গিফট শপে বিক্রি হচ্ছে স্থানীয় হস্তশিল্প, বাতাসে পাহাড়ি চায়ের ঘ্রাণ। বগালেক থেকে কেওক্রাডং পর্যন্ত তৈরি হয়েছে নতুন রাস্তা। পথে দেখা মিলবে মেঘে ঢাকা পাহাড়, পাখির ডাক আর বুনো হাওয়ার। কেওক্রাডংয়ের চূড়ায় গিয়ে থামতে হয়। এরপর আর যেতে দেওয়া হয় না নিরাপত্তার কারণে। এই চূড়ার কাছেই লাল মুন থনের বাড়ি। সবাই তাকে লালা বম নামে চেনে। ১৯৯৩ সালে লালা বমের বাবা বান্দরবান জেলা প্রশাসনের কাছ থেকে কেওক্রাডং পাহাড় ও আশপাশের ৩৫০ একর জমি ১০০ বছরের জন্য ইজারা নেন।

শুরুর দিকে এখানে ছিল একটি গয়ালের খামার। পরে যখন পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে, কেওক্রাডংয়ের চূড়ায় দুটি কটেজ তৈরি করে পর্যটন ব্যবসা শুরু করেন লালা বম, যা লালা বাবুর রেস্ট হাউজ নামে পরিচিত। এখানেই পর্যটকেরা চা হাতে মেঘের রাজ্য দেখেন, পাহাড়ের নৈঃশব্দ শোনেন। কেওক্রাডংয়ের পূর্বে ১১ কিলোমিটার দূরে ধুপানিছড়া পাড়ায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের সীমান্ত এক বিন্দুতে মিলেছে, যা পরিচিত ‘ট্রাই পয়েন্ট’ নামে। সেখানে একটি তিনমুখী পিলার রয়েছে। তবে নিরাপত্তার কারণে সেখানে এখন যাওয়া নিষিদ্ধ।

বান্দরবান শহর থেকে ৮০ কিলোমিটার দূরে কেওক্রাডং পাহাড়ে যাওয়ার সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম চান্দের গাড়ি। তবে ব্যক্তিগত গাড়ি নিয়েও অনেকে যান। সময় লাগে তিন থেকে চার ঘণ্টা। কেওক্রাডং এবং বগালেকে বেশ কিছু কটেজ আছে। খুব সস্তায় এসব কটেজে রাত কাটানো যায়। খাওয়া-দাওয়ার দামও নাগালের মধ্যেই। যাওয়ার আগে কটেজ বুকিং দিয়ে যাওয়াই ভালো।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
জুলাই সনদের আইনি ভিত্তি না পাওয়া পর্যন্ত আলোচনা চালাবে এনসিপি: আখতার হোসেন Oct 25, 2025
img
‘হৃদরোগ প্রতিরোধে উত্তরাঞ্চলে বড় ভূমিকা রাখবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন’ Oct 25, 2025
img
গাজায় নতুন বেসামরিক প্রধান নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র Oct 25, 2025
img
আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে: সালাহউদ্দিন Oct 25, 2025
img
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৬৫৯ Oct 25, 2025
img
মেহেরপুরে ৬০ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ Oct 25, 2025
img
শ্রদ্ধা কাপুর প্রেমের প্রস্তাব পেয়ে দেখালেন বাবার ভয়! Oct 25, 2025
img
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে উচ্চশিক্ষা সহজ হবে: পররাষ্ট্র উপদেষ্টা Oct 25, 2025
img
পুলিশের ওপর হামলা : ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Oct 25, 2025
img
ভারতে বিশ্বকাপ খেলতে এসে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার Oct 25, 2025
img
রাসপূজায় নিরাপদ যাতায়াতে সুন্দরবনের ৫ রুট নির্ধারণ Oct 25, 2025
img
গত এশিয়া কাপ থেকে পছন্দ মতো দল পাচ্ছি না : ট্রট Oct 25, 2025
img
রিয়াল মাদ্রিদ চুরি করে, আবার অভিযোগও তোলে: ইয়ামাল Oct 25, 2025
img
ঝালকাঠিতে বাসচাপায় প্রাণ গেল বিএনপি নেতার Oct 25, 2025
img
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ড্রাফট দেখাতে অপারগতা জানিয়েছে কমিশন : এনসিপি Oct 25, 2025
img
ভারত বাংলাদেশের উন্নতি চায় না : নুরুল ইসলাম সাদ্দাম Oct 25, 2025
img
ভক্তদের বড় দুঃসংবাদ দিল আর্জেন্টিনা Oct 25, 2025
img
রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটলে ক্ষমা করবে না জাতি : সালাহউদ্দিন Oct 25, 2025
img
এনসিপি চায় প্রত্যেক দল নিজস্ব প্রতীকে নির্বাচন করবে: আখতার Oct 25, 2025
img
নিউজিল্যান্ডের ওয়ানডে দল থেকে ছিটকে গেলেন জেমিসন Oct 25, 2025