ভারত বাংলাদেশের উন্নতি চায় না : নুরুল ইসলাম সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আমাদের তিন দিক দিয়ে একটি রাষ্ট্র (ভারত) ঘিরে রেখেছে। সেই রাষ্ট্র আমাদের ওপর আধিপত্য বিস্তার করে রেখেছে। ভারত চায় না বাংলাদেশ উন্নত হোক। তাদের দেশ বড় হলেও উন্নয়নের দিক থেকে তারা পিছিয়ে আছে।

তিনি বলেন, তারা তাদের সেভেন সিস্টার্স রাজ্যগুলো এখনো অনুন্নত রেখেছে। সেখানে এখনো পাকা টয়লেট পর্যন্ত তৈরি হয়নি। আমাদের দেশের মাথাপিছু আয় ভারতের চেয়েও বেশি। তবু তারা পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আধিপত্য বজায় রাখতে চায় এবং আমাদের দেশকে দমিয়ে রাখতে চায়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার মিলনায়তনে পলিটেকনিক শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমাদের ছোট দেশ, উন্নয়ন ঘটাতে সময় লাগার কথা নয়। অথচ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নষ্ট করা হয়েছে, ব্যবস্থাপনা ধ্বংস করা হয়েছে, সাংস্কৃতিক ব্যবস্থা ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে। এসব ধ্বংসের মাধ্যমে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত হতে না দেওয়ার সব ব্যবস্থা তারা (ভারত) করে রেখেছে।

তিনি আরও বলেন, তারা (আওয়ামী লীগ) ২৪০ মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। অভ্যন্তরীণ দুর্নীতির পরিমাণ প্রায় ২৮ লক্ষ কোটি টাকারও বেশি যা কল্পনাতীত। গত ৮ বছরের বাজেটের সমান সম্পদ তারা লুট করেছে এই দেশ থেকে। যদি এই টাকা দেশে থাকতো, ইকোনোমি হাব তৈরি করা যেতো, ইঞ্জিনিয়ারদের কাজে লাগানো যেতো, ডিপ্লোমা ইনস্টিটিউটগুলোকে আরও টেকনিক্যাল প্রতিষ্ঠানে রূপান্তর করা যেতো, তাহলে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা এখানে পড়তে পারতো। বুয়েটে পড়ার পর ৬২ শতাংশ ছাত্র বিদেশে চলে যায় এই ৬২ শতাংশকে যদি দেশে রাখা যেতো, গবেষণাগার তৈরি করা যেতো, কোটি কোটি টাকা বিনিয়োগ করা যেতো, তাহলে চার বছরের মধ্যে বাংলাদেশ একটি স্বাবলম্বী রাষ্ট্রে পরিণত হতো।

অনুষ্ঠানে পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি শাহাদাত হোসেন আরমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, জেলা কমিটির সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
কঠিন পরিস্থিতিই সেরাটা বের করে আনে : কোহলি Oct 25, 2025
img
পরিবহন খাতের চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান মালিকদের Oct 25, 2025
img
একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরিতে দৌড়ঝাঁপ করছে পাকিস্তান: নাসীরুদ্দীন পাটওয়ারী Oct 25, 2025
img
আমার স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই : পূর্ণিমা Oct 25, 2025
নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন চাঁদপুরের অর্ধলক্ষ জেলে Oct 25, 2025
img
না ফেরার দেশে অভিনেতা সতীশ শাহ Oct 25, 2025
img
বেনাপোলে সন্ধ্যা ৬টার পর আমদানি-রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা Oct 25, 2025
img
মুসলিমদের নিরাপত্তায় ১ কোটি পাউন্ড বরাদ্দ যুক্তরাজ্যের Oct 25, 2025
img
‘প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয়’ Oct 25, 2025
img
‘আমার প্রিয় নায়ক সালমানের বুকে আমি নিজেই ছুরি চালাই’ Oct 25, 2025
img
ক্ষমতায় গেলে প্রাথমিকে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করে নিয়োগ দেবো: সালাহউদ্দিন Oct 25, 2025
img
চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলোর যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব : উপদেষ্টা ফরিদা Oct 25, 2025
img
ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে : প্রধান বিচারপতি Oct 25, 2025
img
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৯১৭ জন Oct 25, 2025
img
গাজা যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র Oct 25, 2025
নির্বাচনে জোটে যাবে কি এনসিপি? Oct 25, 2025
জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ রূপ নেবে নতুন বাংলাদেশে - উপদেষ্টা Oct 25, 2025
img
ভারতের ওপর ভর করে একটি দল ক্ষমতায় আসতে চাইছে : এম এ মালেক Oct 25, 2025
img
ক্ষমতায় গেলে সাম্প্রদায়িক বৈচিত্র্য ধারণ করেই সম্প্রীতি গড়ে তুলবো: হাসনাত Oct 25, 2025
img
ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে জয়ী করতে হবে: ডা. জাহিদ Oct 25, 2025