যুক্তরাষ্ট্রের অর্থপাচারবিরোধী আইন লঙ্ঘনের দায়ে দণ্ডপ্রাপ্ত চীনে জন্ম নেওয়া কানাডার নাগরিক চেংপেং ঝাওকে ক্ষমা করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইনান্স এর প্রতিষ্ঠাতাকে রাষ্ট্রপতির ক্ষমতা বলে ক্ষমা করা হয়েছে বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাম্প সংবিধান অনুযায়ী তার ক্ষমতা প্রয়োগ করে ঝাওকে ক্ষমা করেছেন।
আল-জাজিরা সংবাদমাধ্যমের তথ্য মতে, ২০২৩ সালে বাইনান্স অর্থপাচার প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলে দায় স্বীকার করে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাড়িয়েছিলেন ঝাও।
তখন বাইডেন প্রশাসনের ক্রিপ্টোকারেন্সি–বিরোধী অভিযানে ঝাওয়ের বিরুদ্ধে মামলা হয় এবং যুক্তরাষ্ট্রের ব্যাংক সিক্রেসি অ্যাক্ট লঙ্ঘনের দায়ে তিনি চার মাসের কারাদণ্ড ভোগ করেন । এরপর সংগঠনটি ৪৩ লাখ মার্কিন ডলার জরিমানা দিতে বাধ্য হয়। এই আইনে দণ্ডপ্রাপ্ত তিনিই প্রথম ব্যক্তি ছিলেন।
ঝাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ এক পোস্টে বলেন, আজকের এই ক্ষমার জন্য এবং ন্যায্যতা ও উদ্ভাবনের প্রতি আমেরিকার প্রতিশ্রুতি রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাই।
ট্রাম্প প্রশাসন সাম্প্রতিক সময়ে ক্রিপ্টো খাতের একাধিক উদ্যোক্তা ব্যক্তিকে ক্ষমা করেছেন। এর মধ্যে রয়েছে বিটমেক্স এক্সচেঞ্জার এর তিন সহ–প্রতিষ্ঠাতা, ইলেকট্রিক ট্রাক কোম্পানি নিকোলার প্রতিষ্ঠাতা এবং সিল্ক রোড–এর নির্মাতা রস আলব্রিক্ট।
বিশ্লেষকদের মতে, এই ক্ষমা ঝাওয়ের ব্যবসায়িক কর্মকাণ্ডে ফেরার সুযোগ তৈরি করবে। এছাড়াও ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রে ক্রিপ্টো শিল্পের সম্প্রসারণে ভূমিকা রাখতে পারবে।
আরপি/এসএন