চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদের ভোগান্তি আর থাকবে না, তাদের দরজায় সার পৌঁছে যাবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫ টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় মুক্তমঞ্চে অনুষ্ঠিত কৃষক সমাবেশে এ কথা বলেন তিনি। দর্শনা থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহবুবুর রহমান টুকুর সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
রুহুল আমিন বলেন, ছাত্র জনতা দুর্নীতি মুক্ত রাষ্ট্র, চাঁদাবাজ মুক্ত, ঘুষ বাণিজ্য মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত, দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চায়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, জেলা কৃষি বিভাগের সভাপতি আলতাফ হুসাইন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন- দর্শনা থানা সেক্রেটারি মাজারুল ইসলাম ও জাহিদুল ইসলাম, দর্শনা পৌর আমীর সাহিকুল ইসলাম অপু প্রমুখ।
কেএন/এসএন