ভারত সিরিজের মাঝেই স্কোয়াডে ব্যাপক রদবদল অস্ট্রেলিয়ার

নিজেদের মাঠে দুই ফরম্যাটের সিরিজে ভারতকে আতিথ্য দিচ্ছে অস্ট্রেলিয়া। এক ম্যাচ বাকি থাকতেই স্বাগতিকরা চলমান ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে। মূলত ভারতের সঙ্গে খেললেও অস্ট্রেলিয়ার নজর আসন্ন অ্যাশেজ সিরিজে। যার জন্য তারা ক্রিকেটারদের লাল বলের ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতির জন্য পাঠাচ্ছে। ফলে ভারত সিরিজে অবশিষ্ট ওয়ানডে ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টিতে ক্রিকেটাররা থাকবেন যাওয়া-আসার মধ্যে।

গতকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী ভারতকে ২ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে শুভমান গিলের দল ৯ উইকেটে তোলে ২৬৪ রান। তাদের পক্ষে রোহিত শর্মা সর্বোচ্চ ৭৩, শ্রেয়াস আইয়ার ৬১ এবং অক্ষর প্যাটেল ৪৪ রান করেন। অজিদের হয়ে অ্যাডাম জাম্পা ৪ ও জাভিয়ের বার্টলেট শিকার করেন ৩ উইকেট।



জবাবে ম্যাথু শর্টের ৭৪ ও কপার কনলির ৬১ রানে ভর করে ২২ বল এবং ২ উইকেট হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। আর্শদীপ-হারশিত ও ওয়াশিংটন নেন ২টি করে উইকেট।

সিডনিতে আগামীকাল (শনিবার) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। ওই ম্যাচের আগে ওয়ানডে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ব্যাটার মার্নাস লাবুশেনকে।

তার পরিবর্তে ডাকা হয়েছে জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যানকে। নিউ সাউথ ওয়েলসের পেস অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসের এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। এ ছাড়া কুনেম্যানকে প্রথম ওয়ানডের পর ছেড়ে দেওয়া হয়েছিল। আবারও ডাকা হলো এই বাঁ-হাতি স্পিনারকে। এদিকে, অফফর্মের কারণে মাঝে দলের বাইরে থাকা লাবুশেন ডাক পান ইনজুরিতে ছিটকে যাওয়া ক্যামেরন গ্রিনের বদলি হিসেবে।

অ্যাশেজের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার দীর্ঘতম সংস্করণের টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলছিলেন লাবুশেন। আবারও তিনি সেই দলে যুক্ত হতে যাচ্ছেন। ওই প্রতিযোগিতায় খেলছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথও। তারা ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে নেই। সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডেও কয়েকটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া।

আগে ঘোষিত স্কোয়াডে থাকা পেসার জশ হ্যাজলউড প্রথম দুই ম্যাচ এবং শন অ্যাবট তিন ম্যাচ পরই জাতীয় দল ছাড়বেন। ইনজুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকে টি-টোয়েন্টি দলে যুক্ত হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এ ছাড়া বেন দারউইশ চতুর্থ-পঞ্চম, জশ ফিলিপ সিরিজের সব ম্যাচ এবং মাহলি বেয়ার্ডম্যানকে তৃতীয় ম্যাচ থেকে ডাকা হয়েছে।

ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ক্যানবেরায় ২৯ অক্টোবর থেকে। এরপর যথাক্রমে ৩১ অক্টোবর মেলবোর্ন, ২ নভেম্বর হোবার্ট, ৬ নভেম্বর গোল্ডকোস্ট ও ৮ নভেম্বর ব্রিসবেনে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। অজিদের টি-টোয়েন্টি দলে বেয়ার্ডম্যানের ডাক পাওয়া কিছুটা অবাক করেছে। গত বছর অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে খেলেছিলেন ২০ বছর বযসী এই পেসার।

 মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, মাহলি বেয়ার্ডম্যান (শেষ তিন ম্যাচ), জাভিয়ের বার্টলেট, টিম ডেভিড, বেন ডারউইশ (শেষ দুই ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম দুই ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস (উইকেটরক্ষক), ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ (উইকেটরক্ষক), ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মিরপুরে আগুনের সূত্র এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস Oct 25, 2025
img
অতীতের মতো আবারও বিএনপি-জামায়াত দ্বন্দ্বে লিপ্ত : মঞ্জু Oct 25, 2025
img
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করল সৌদি Oct 25, 2025
img
খেলা দেখতে আসার আহ্বান জানালেন বাংলাদেশ অধিনায়ক Oct 25, 2025
img
ইসকন নিষিদ্ধের দাবিতে জাবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Oct 25, 2025
img
১০০ মিটারে পদক নেই বাংলাদেশের, হিটই শেষ করতে পারেননি শিরিন Oct 25, 2025
img
ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নেই : দুলু Oct 25, 2025
img
মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে Oct 25, 2025
img
ধর্ম ব্যবসায়ীদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে : জিন্নাহ কবির Oct 25, 2025
img
বিচারপ্রক্রিয়া জামায়াতের দখলে : আমজনতার তারেক Oct 25, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে মাঠে কাজ শুরু করেছে বিএনপি : আমীর খসরু Oct 25, 2025
img
নিজ বাড়ির সামনেই বিএনপি নেতাকে গুলি Oct 24, 2025
img
সাম্প্রতিক সংঘাতসমূহ বিশ্বকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে: ড. ইউনূস Oct 24, 2025
img
আওয়ামী লীগ বাদে সব দলের ভালো মানুষদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস Oct 24, 2025
img
পথে বিয়ে করতে যাওয়া বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনা Oct 24, 2025
img
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ Oct 24, 2025
img
কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট Oct 24, 2025
img
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ Oct 24, 2025
img
চবিতে শিক্ষার্থীদের যাতায়াতে যুক্ত হলো আরও ৬ ই-কার Oct 24, 2025
আশুলিয়ায় জামায়াত ইস্যুতে বিএনপি নেতার বিস্ফোরক বক্তব্য Oct 24, 2025