দীপাবলির সময় তামিল সিনেমা জগতে আলোড়ন ফেলেছে ‘ডুড’। কীর্তিস্বরণের পরিচালনায় তৈরি এই রোমান্টিক ড্রামায় অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন, মমিতা বাইজু, আর. সারথকুমার, রোহিনি এবং হ্রিদু হারুন। সিনেমার মুক্তির প্রথম দিন থেকেই দর্শকরা সিনেমাটির প্রতি আকৃষ্ট হয়েছেন। প্রথম সপ্তাহের শেষে, ‘ডুড’ দেশীয় বাজারে ৫৬.৫৫ কোটি টাকা এবং বৈশ্বিকভাবে ১০০ কোটি টাকার বেশি আয় করেছে।
পরিচালকের পূর্বের কাজগুলোও প্রশংসনীয়। ‘ড্রাগন’ (২০২৫) এবং ‘লাভ টুডে’ (২০২২) সিনেমাগুলো যথাক্রমে ১৫০ কোটি এবং ১০৫ কোটি টাকার ব্যবসা করেছে, যা রঙ্গনাথনের কম বাজেটেও হিট করার ক্ষমতাকে তুলে ধরে।
মুক্তির পর ‘ডুড’ প্রথম দিন এক অঙ্কের আয় শুরু করলেও সপ্তাহান্তে ব্যবসা বাড়তে থাকে। শনিবার সিনেমাটি আয় করেছে ১০.৪ কোটি টাকা, রোববার ১০.৬ কোটি, ফলে তিন দিনের মোট আয় দাঁড়িয়েছে ২১ কোটি টাকা। সোমবার প্রায় ১১ কোটি টাকা আয় হয়েছে, যা তামিল অঞ্চলে ২% বৃদ্ধির ইঙ্গিত দেয়, যদিও তেলেগু মার্কেটে সামান্য কমেছে। বুধবার সিনেমা আয় করেছে ৪ কোটি, বৃহস্পতিবার ২.২৫ কোটি, এবং সর্বশেষ তথ্য অনুযায়ী দেশীয় আয় ৫৬ কোটি টাকার বেশি হয়েছে।
অবশ্য, সব দর্শকই একইভাবে সিনেমা হলে আসেননি। মোট তামিল থিয়েটারের দখল ২০% এর নিচে নেমেছে, কিন্তু বিকেল এবং রাতের শো দর্শকবহুল ছিল। চেন্নাইয়ে ৩৭৩টি শো-এর মধ্যে ‘ডুড’-এর আসন পূরণ হয়েছে মাত্র ২৪.৫%, অন্যদিকে পুদুচেরিতে ২৩টি শো-এর মধ্যে দখল ৪০.৫% পর্যন্ত পৌঁছেছে।
এই দীপাবলিতে শুধুমাত্র তামিল সিনেমাই নয়, বলিউডের উৎসবের সিনেমা ‘থাম্মা’ও দর্শক আকর্ষণ করেছে। আয়ুষ্মান খুরানা, রাশমিকা মন্দানা, নওয়াজুদ্দিন সিদ্দিকি এবং পরেশ রাওল অভিনীত এই সিনেমা মাত্র দুই দিনে ৪০ কোটি টাকার আয় ছাড়িয়েছে।
তবুও, এই উৎসবে তামিল সিনেমার বড় খবর হয়ে উঠেছে ‘ডুড’, যা দর্শক এবং ব্যবসায়িক দিক থেকে উভয় ক্ষেত্রেই রেকর্ড গড়ছে।
আরপি/এসএন