২০ বছরের তুর্কি উইঙ্গারকে যেকোনো মূল্যে স্কোয়াডে আনার লক্ষ্য আলোনসোর!

রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে আছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোয়েসের মতো তারকারা। রয়েছেন তরুণ সেনসেশন গঞ্জালো গার্সিয়া এবং প্রয়োজনমতো অ্যাটাকিং মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে খেলাতে পারেন কোচ জাবি আলোনসো। তবে এটি তার জন্য যথেষ্ট নয়। সে কারণে এবার ২০ বছর বয়সী এক তুর্কি ফরোয়ার্ডকে পেতে মরিয়া আলোনসো।

বর্তমানে জুভেন্তাসে খেলছেন তুরস্কের প্রতিভাবান তরুণ কেনান ইলদিজ। তাকে রিয়ালের স্কোয়াডে যুক্ত করতে নাকি কিলিয়ান এমবাপে বাদে যেকোনো খেলোয়াড়কেই বিক্রি করতে প্রস্তুত জাবি আলোনসো। এমন তথ্য জানিয়েছেন ফুটবল এজেন্ট জিওভান্নি ব্রানচিনি। তার বরাতে কেনান ইলদিজের জন্য রিয়াল কোচের আগ্রহের কথা প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’।



বায়ার্ন মিউনিখের যুব একাডেমিতে বেড়ে ওঠা কেনান ইলদিজের। এরপর জুভেন্তাসের অনূর্ধ্ব-১৯ দল থেকে তিনি ২০২৩ সালে সিনিয়র দলে জায়গা করে নেন। সর্বশেষ ক্লাব বিশ্বকাপসহ সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচ খেলে ১২ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন কেনান। তার জন্য নাকি ১০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজও বেধে দিয়েছে ইতালিয়ান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের সর্বশেষ ম্যাচে জুভেন্তাসের নেতৃত্বের আর্মব্যান্ডও ছিল কেনানের হাতে। যদিও লস ব্লাঙ্কোসরা তাদের ১-০ গোলে হারিয়ে দেয়। চলতি মৌসুমে কেনান এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪ গোল ও দুই অ্যাসিস্ট করেছেন।

ফুটবল এজেন্ট ব্রানচিনি এএসকে জানিয়েছেন, ‘জাবি আলোনসো ইলদিজকে রিয়াল মাদ্রিদে চান। এজন্য তিনি এমবাপে বাদে দলের যে কাউকে ছেড়ে দিতে রাজি। জুভেন্তাস এই মুহূর্তে তার জন্য ১০০ মিলিয়ন ইউরো চায়।’ এর আগে ইলদিজের প্রশংসা করে আলোনসো সম্প্রতি বলেছিলেন, ‘(জুভেন্তাসের) বেশ কয়েকজন খুব ভালো খেলোয়াড় আছে এবং ইলদিজ তাদের অন্যতম। তার দারুণ উন্নতি দেখছি। আমি তাকে চিনি, বায়ার্ন মিউনিখে থাকতে দেখেছি। তার বর্তমান উন্নতি দেখে আমি খুশি।’

২০১৪–১৭ সাল পর্যন্ত পেশাদার ফুটবলকে বিদায় জানানোর আগে বায়ার্ন মিউনিখে খেলেছেন আলোনসো। অন্যদিকে, ইলদিজ বাভারিয়ানদের যুব ক্যাম্পে যোগ দেন ২০১২ সালে। ফলে রিয়াল মাদ্রিদে ইলজিদের আগমন কেবল তার সঙ্গে আলোনসোর পুনর্মিলনই ঘটাবে না, বরং আর্দা গুলারের সঙ্গে তার নতুন একটা বোঝাপড়া তৈরি হবে। দুজনই যে তুরস্ক জাতীয় দলে ড্রেসিংরুম ভাগাভাগি করছেন। তরুণ মিডফিল্ডার আর্দা গুলারও বর্তমানে রিয়াল মাদ্রিদের গুরুত্বপূর্ণ তারকা।



রিয়াল ও ইলদিজের সংযোগ নিয়ে আলোচনা হলেও, এখনও স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে জুভেন্তাসের কোনো আলাপ শুরু হয়নি। তবে ভবিষ্যতে এই তুর্কি উইঙ্গারকে রিয়ালে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তার নিজেরও ইউরোপের অন্যতম সেরা ক্লাবটিতে খেলার ইচ্ছা রয়েছে। এর আগে ইলদিজ বলেছিলেন, ‘প্রতিটি বাচ্চারই এই স্টেডিয়ামে (সান্তিয়াগো বার্নাব্যু) খেলার স্বপ্ন থাকে। যা বিশ্বের অন্যতম সুন্দর ভেন্যু এবং এখানে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়া সত্যিই অবিশ্বাস্য।’

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রাণ ফিরেছে বগালেক ও কেওক্রাডংয়ে Oct 25, 2025
img
সিনেমায় তিন মাসের জন্য এসেছিলাম, ২৬ বছর কেটে গেল বুঝতেই পারিনি: শাকিব খান Oct 25, 2025
img
মিরপুরে আগুনের সূত্র এখনো নিশ্চিত নয় ফায়ার সার্ভিস Oct 25, 2025
img
অতীতের মতো আবারও বিএনপি-জামায়াত দ্বন্দ্বে লিপ্ত : মঞ্জু Oct 25, 2025
img
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করল সৌদি Oct 25, 2025
img
খেলা দেখতে আসার আহ্বান জানালেন বাংলাদেশ অধিনায়ক Oct 25, 2025
img
ইসকন নিষিদ্ধের দাবিতে জাবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ Oct 25, 2025
img
১০০ মিটারে পদক নেই বাংলাদেশের, হিটই শেষ করতে পারেননি শিরিন Oct 25, 2025
img
ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নেই : দুলু Oct 25, 2025
img
মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে Oct 25, 2025
img
ধর্ম ব্যবসায়ীদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে : জিন্নাহ কবির Oct 25, 2025
img
বিচারপ্রক্রিয়া জামায়াতের দখলে : আমজনতার তারেক Oct 25, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশ নিতে মাঠে কাজ শুরু করেছে বিএনপি : আমীর খসরু Oct 25, 2025
img
নিজ বাড়ির সামনেই বিএনপি নেতাকে গুলি Oct 24, 2025
img
সাম্প্রতিক সংঘাতসমূহ বিশ্বকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে: ড. ইউনূস Oct 24, 2025
img
আওয়ামী লীগ বাদে সব দলের ভালো মানুষদের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস Oct 24, 2025
img
পথে বিয়ে করতে যাওয়া বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনা Oct 24, 2025
img
ইসকন নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে হেফাজতের বিক্ষোভ Oct 24, 2025
img
কালশীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট Oct 24, 2025
img
ইসকন নিষিদ্ধের দাবিতে ইবিতে বিক্ষোভ Oct 24, 2025