বাংলাদেশে এসে অসুস্থ, পেশি নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছিলেন তিলক বার্মা

সর্বশেষ এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে অনবদ্য নৈপুণ্যে দলকে শিরোপা জিতিয়ে নায়ক বনে গেছেন তিলক বার্মা। ফাইনালের নায়ক এবার শোনালেন জীবনের অন্য এক গল্প। ফিটনেস নিয়ে অতিরিক্ত সচেতনতাই যেন একসময় কাল হয়ে দাঁড়িয়েছিল তরুণ এই ব্যাটারের। নষ্ট হয়ে যাচ্ছিল তার শরীরের পেশি। ভারতের যুব দলের হয়ে বাংলাদেশ সফরে আসার পর আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর কারা কীভাবে তার পাশে এগিয়ে এলেন সে গল্পই শোনালেন তরুণ এই ক্রিকেটার।

২০২২ সালে পেশির বিরল এবং কঠিন অসুখ র‌্যাবডোমায়োলাইসিসে আক্রান্ত হয়েছিলেন ভারতের সেনসেশন তিলক বার্মা। পেশিতে যন্ত্রণা হতো তার। ক্রমশ দুর্বল হয়ে পড়ছিলেন।

সমস্যার শুরুতে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি। ভাবতেন ক্রিকেটীয় পরিশ্রম এবং ক্লান্তির জন্য পেশিতে ব্যথা হয়। দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার আকাশ আম্বানীকে সে সময় পাশে পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। সঠিক সময় অসুখ ধরা পড়ায় চিকিৎসার পর এখন সুস্থ তিলক।

গৌরব কাপূরকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবার নিজের অসুস্থতার কথা জানিয়েছেন তিলক। তিনি বলছেন, ‘প্রথমবার আইপিএল খেলার পর আমার শরীরিক কিছু সমস্যা হয়েছিল। সব সময় ফিট থাকতে চাই। কিন্তু পারছিলাম না। তারপর র‌্যাবডোমায়োলাইসিস নামে একটি অসুখ ধরা পড়ে আমার। এই অসুখে শরীরের পেশিগুলো নষ্ট হয়ে যায়। সেই সময় আমি টেস্ট খেলার স্বপ্ন দেখছি। নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলছি। ভারত ‘এ’ দলে সুযোগ পাচ্ছি। বিভিন্ন প্রস্ততি শিবিরে যোগ দিচ্ছি। সে সময়ই সমস্যাটা ধরা পড়ে।’

তিলক জানিয়েছেন, জিমে প্রচুর সময় কাটিয়ে নিজেই সমস্যা ডেকে এনেছিলেন। তরুণ ব্যাটার বলেছেন, ‘সব সময় ফিটনেস বৃদ্ধির কথা ভাবতাম। বিশ্রামের দিনেও জিমে চলে যেতাম। লক্ষ্য ছিল বিশ্বের সবচেয়ে ফিট প্লেয়ার এবং দুর্দান্ত ফিল্ডার হওয়া। তাই সমস্যা হলেও শুরুর দিকে সমাধানের কথা ভাবিনি। আইস বাথ নিতাম। কিন্তু শরীরকে বিশ্রামের যথেষ্ট সময় দিতাম না। শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন। সে সব মানতাম না। যত বেশি সম্ভব পরিশ্রম করার কথা ভাবতাম। ফলে আমার পেশিগুলোর ওপর অত্যধিক চাপ পড়ত। ক্রমশ সেগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। পাশাপাশি শিরাগুলোও শক্ত হয়ে যাচ্ছিল।’



ভারত ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে এসে অসুস্থ হয়ে পড়েন তিলক। সে সময়ের কথা স্মরণ করে তিনি বলছিলেন, ‘‘বাংলাদেশে ‘এ’ দলের হয়ে সিরিজ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি।

একটা ম্যাচে শতরানের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সে সময় হঠাৎ আমার চোখ থেকে পানি বের হতে শুরু করল। হাতের আঙুলগুলো ঠিকমতো নাড়াতে পারছিলাম না। সব কিছু খুব কঠিন লাগছিল। নড়াচড়া করতে সমস্যা হচ্ছিল। নিজেকে পাথরের মতো লাগছিল। শতরান মাঠে ফেলে উঠে যেতে হয়েছিল। আঙুল শক্ত হয়ে যাওয়ায় গ্লাভসও খোলা যাচ্ছিল না। কেটে গ্লাভস খুলতে হয়েছিল। সেই কঠিন সময়ে পাশে পেয়েছিলাম আকাশ আম্বানীকে।’

কীভাবে পাশে দাঁড়িয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের অন্যতম কর্ণধার? তিলক বলেছেন, ‘অসুস্থ হয়ে পড়ার কিছুক্ষণ পরেই আকাশের ফোন পেয়েছিলাম। উনি বিসিসিআইয়ের সঙ্গে কথা বলেন।

তার সক্রিয়তায় উপকৃত হয়েছিলাম। জয় শাহ স্যারের প্রতিও আমি কৃতজ্ঞ। আমাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছিলেন, কয়েক ঘণ্টা দেরি হলেও পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে যেতে পারত। সে সময় আইভি লাইনের সুচও পেশির মধ্যে ঢুকছিল না। বার বার সুচ ভেঙে যাচ্ছিল। পরিস্থিতি সত্যিই খুব জটিল হয়ে গিয়েছিল। মা সারা ক্ষণ হাসপাতালে আমার সঙ্গে ছিলেন।’

অসুস্থতার জন্য বেশ কয়েক মাস খেলতে পারেননি। ২০২৩ সালের আইপিএলের কিছু দিন আগে অনুশীলন শুরু করতে পেরেছিলেন হায়দরাবাদের ক্রিকেটার। সে বার আইপিএল নিজের প্রথম ম্যাচেই মুম্বাইয়ের হয়ে ৪৬ বলে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এখন ট্রেনারদের নির্দেশ মেনে চলেন তিলক। ফিটনেসের জন্য অতিরিক্ত কিছু করার চেষ্টা করেন না আর।

আইকে/ টিকে

Share this news on:

সর্বশেষ

img

যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র Oct 25, 2025
img
লিবিয়ায় অনিয়মিতভাবে অবস্থান করা ৩০৯ জন বাংলাদেশি দেশে ফিরল Oct 25, 2025
img
বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী : মালদ্বীপের মন্ত্রী Oct 25, 2025
img
দু-একটি দল ফ্যাসিস্ট আ.লীগের সঙ্গে আঁতাত করছে: মির্জা আব্বাস Oct 25, 2025
img
মানুষ কাকে ভালোবাসবে, তার কোনো সিলেবাস হয় না: রুদ্রনীল ঘোষ Oct 25, 2025
img
ইসরায়েলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশকে এরদোয়ানের আহ্বান Oct 25, 2025
img
বাংলাদেশি টাকার আজকের মুদ্রা বিনিময় হার Oct 25, 2025
img
২২ দিনের ইলিশ ধরা নিষেধাজ্ঞা শেষ, ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা জেলেদের Oct 25, 2025
img
অশালীন কনটেন্ট নয়, পারিবারিক বিনোদনই পছন্দ রাজপালের Oct 25, 2025
img
মোবাইল নির্ভর সম্পর্ক এখন অস্থির ও অগভীর : আদিত্য রায় কাপুর Oct 25, 2025
img
সাফল্যের নেশায় নয়, মাটির কাছাকাছি থাকতে চান অনুপম রায় Oct 25, 2025
img
সৌদি সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা, যাবে প্রতিনিধি দল Oct 25, 2025
img
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ Oct 25, 2025
img
অস্ট্রেলিয়া ও ভারতের শেষ ওয়ানডে ম্যাচ আজ Oct 25, 2025
img
বিশ্ববাজারে আবারও বাড়ছে স্বর্ণের দাম Oct 25, 2025
img
ইসকনকে নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল Oct 25, 2025
img
চুয়াডাঙ্গায় জামায়াতে যোগ দিলেন বিএনপির ৯১ নেতা-কর্মী Oct 25, 2025
img
টেস্ট অধিনায়ক শান মাসুদের হাতে নতুন দায়িত্ব দিল পিসিবি Oct 25, 2025
তিন তারকা এক নতুন মিশনে একজোট! Oct 25, 2025
আমির খানের বিরুদ্ধে অভিযোগ, ‘দাবাং’ নির্মাতার প্রতিক্রিয়া! Oct 25, 2025