সাফল্যের চূড়ায় পৌঁছেও নিজেকে মাটির কাছাকাছি রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। এক সাক্ষাৎকারে নিজের জীবনের দর্শন তুলে ধরে তিনি বলেন, “সাফল্য যেন আমাকে নমনীয় করে, মাটির কাছাকাছি থাকতে সাহায্য করে। আবার ব্যর্থতা যেন আমাকে অন্ধকারে না ঠেলে দেয়। সেটা দেখার চেষ্টা করি।”
বর্তমান প্রজন্মের অন্যতম প্রভাবশালী এই সংগীতশিল্পী মনে করেন, জীবনের অর্জন যেমন মানুষকে অহংকারের দিকে ঠেলে দিতে পারে, তেমনি ব্যর্থতা অনেক সময় আত্মবিশ্বাসকেও শিথিল করে দেয়। তাই দুই অবস্থাতেই নিজেকে ধরে রাখা এবং মাটিতে পা রেখে চলাকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন।
অনুপমের ভাষায়, “শিল্পী হিসেবে যেটুকু পাওয়া, সেটার জন্য কৃতজ্ঞ; কিন্তু সেটা যেন আমাকে বদলে না দেয় সেটাই দেখার চেষ্টা করি।”
বাংলা আধুনিক গানের জগতে মানবিক ও বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গির জন্য শ্রোতাদের কাছে বিশেষভাবে প্রশংসিত অনুপম রায়ের এই বক্তব্য ইতোমধ্যেই ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে গেছে। তার মতে, শিল্পীসত্তা টিকিয়ে রাখতে বিনয়, কৃতজ্ঞতা ও মানসিক ভারসাম্যই সবচেয়ে বড় শক্তি।
এসএস/টিএ