বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দায়ের করা বিস্ফোরক আইনের দুটি পৃথক মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কাদাই গ্রামের নাজেম উদ্দিন ওরফে নাসের আকন্দের ছেলে কালেরপাড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (৬৫) এবং ধুনট পৌর এলাকার পশ্চিম ভারণশাহী গ্রামের এরশাদ আলীর ছেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দোয়া মাহফিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা, ভাঙচুর ও ব্যানারে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর হোটেল মালিক এমদাদুল হক রনি বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে ১৯ ফেব্রুয়ারি যুবদল নেতা রিপন সেখ বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে সাইফুল ও জহুরুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আইকে/টিএ