আমলাতন্ত্রের ক্ষমতা কমিয়ে কাজের বিকেন্দ্রীকরণ করলে জবাবদিহিতা নিশ্চিত সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বলেন, ফিজিক্যাল কন্টাক্ট কমিয়ে আনতে হবে, পৃথিবীর কোন সভ্য দেশে সরকারি অফিসে মানুষকে দৌড়াতে হয় না। এনবিআরকে দুর্ভোগ করেও কোন পরিবর্তন আসেনি। কারণ দল - জায়গায়ই ব্যুরোক্র্যাটরা। তাদের দেশের মানুষের দৈনন্দিন জীবন নিয়ে ধারণা নেই। তাই পলিসি মেকারদেরই নীতিমালা প্রণয়নের দায়িত্ব নিতে হবে।
অর্থনৈতিক খাতের উন্নয়ন চাইলে, সুশাসন চাইলে, রাষ্ট্রীয় ব্যাংককে স্বাধীনতা দিতে হবে। স্টক মার্কেট, ব্যাংকিং খাতে বিএনপি কখনো রাজনীতিকরণ করেনি, তাই সে সময় লুটপাট হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এসএস/টিকে