শাকিব খানকে নিয়ে ‘লিডার আমিই বাংলাদেশ’ বানিয়ে পরিচিতি পাওয়া নির্মাতা তপু খানের ঘরে এসেছে নতুন অতিথি। পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। যার নাম রেখেছেন ইজহান ফাহির খান।
সোমবার সকাল ১১টা ২২ মিনিটে রাজধানীর এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে জন্ম নেয় তপু খানের দ্বিতীয় সন্তান। নবজাতকের মা রাজিয়া সুলতানা ও শিশুটির সুস্থতার কথা নিশ্চিত করেছেন তপু খান।
নবজাতক জন্মের খবরটি ফেসবুকে পোস্ট করে তপু খান লেখেন, আলহামদুলিল্লাহ মাশআল্লাহ সুবহানাল্লাহ। মহান আল্লাহ তায়ালা দ্বিতীয় বারের মত পিতা হওয়ার সুযোগ দান করেছেন। আল্লাহ তায়ালা পরম করুনাময় এই মাত্র আমাদের পুত্র সন্তান উপহার দিয়েছেন। আল্লাহর কৃপায় এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কতৃপক্ষের নিবিড় পরিচর্যায় মা আর সন্তান উভয়ই সুস্থ আছেন।
এক যুগ ধরে নির্মাণের সঙ্গে যুক্ত তপু খান। এরই মধ্যে তিন শতাধিক নাটক পরিচালনা করেছেন তিনি।
বিজ্ঞাপনচিত্রেও তার সক্রিয় উপস্থিতি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তাঁর নির্মিত আলোচিত সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। শাকিব খান ও শবনম বুবলীর অভিনয়ে সে সিনেমা দর্শকের মনে জায়গা করে নেয়।
আইকে/টিএ