বেনিয়ামিন নেতানিয়াহু সরকার থাকা অবস্থায় ইসরায়েলে কনসার্ট না করার সিদ্ধান্ত ব্রিটিশ রক ব্যান্ড রেডিওহেড।
রেডিওহেডের ফ্রন্টম্যান থম ইয়র্ক বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ক্ষমতায় থাকলে তিনি ইসরায়েলে আর কোনো অনুষ্ঠান করবেন না।
সম্প্রতি প্রকাশিত সানডে টাইমস-এর সাক্ষাৎকারে ইয়র্ক, গিটারিস্ট জনি গ্রিনউড এবং ব্যান্ডের অন্যান্য সদস্যরা ইসরায়েল ও তাকে বয়কট করার চাপ নিয়ে বিস্তৃত মন্তব্য করেছেন। সাক্ষাৎকারটি রেডিওহেডের ৪০তম বার্ষিকী উপলক্ষে নেয়া হয়েছিল।
থম ইয়র্ক বলেন,
'নেতানিয়াহুর শাসনকালে আমি ৫,০০০ মাইল দূরে থাকতে চাই। কিন্তু জনি’র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আছে, তাই আমি তা বুঝি।'
অন্যদিকে, গ্রিনউড বলেন,
'সরকার হয়তো বয়কটকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করবে—‘সবাই আমাদের ঘৃণা করে, আমরা যা চাই তাই করব’—এটি আরও বিপজ্জনক।'
গত বছর গ্রিনউড ইসরায়েলি শিল্পী দুদু তাসার সঙ্গে তেল আভিভে একটি কনসার্ট করেছেন। এ জন্য প্রো-প্যালেস্টাইনিয়ান বয়কট, ডিভেস্টমেন্ট এবং স্যানকশন (BDS) আন্দোলন রেডিওহেডের আসন্ন ট্যুর বয়কটের আহ্বান জানায়।
সূত্র: টাইমস অব ইসরায়েল।
আরপি/টিকে