বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্বৃতি দিয়ে দলটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ‘আমাদের শত্রু অদৃশ্য। যাকে আমরা দেখতে পাই না। এটি প্রমাণ হয়েছে, দেশি এবং বিদেশি অদৃশ্য শক্তির সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। এই তরুণ-তরুণীদের আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘তারেক রহমান বলেছিলেন, ১৭ বছরের অন্যায়-অত্যাচার, গুম ও খুনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে তরুণরা যখন জেগে উঠবে; তখনই ফ্যাসিবাদের পতন হবে। এই তরুণ-তরুণীরাই জুলাই-আগস্টের বিপ্লব সংঘটিত করেছে। এই তরুণদের প্রতি বাংলাদেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা-ইচ্ছা রয়েছে।
তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে সততা, নিষ্ঠা, দুর্নীতিবিরোধেী এবং আমার নেতা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি ১৯ দফার বাস্তবায়ন। তখনই আমরা সফল হব এবং তখনই আন্দোলন সফল হবে।’
জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাহবুবুর রহমান লিটন, আব্দুল করিম ভূঁইয়া মিজান, শাহ মো. এমরান, কামরুজ্জামান সোহেল, ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান ও লক্ষ্মীপুর পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।