আগামীকাল মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় কমিশনের সমাপনী বৈঠক।
এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও কমিশন সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে আরও উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ ৬ সদস্যের দল।
এর আগে ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জাতীয় জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি-জামায়াতসহ প্রথম ধাপে ২৪টি রাজনৈতিক দল ও জোট এতে স্বাক্ষর করেন। এর দুই দিন পরে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করে গণফোরাম। জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক হয় গত ১৫ ফেব্রুয়ারি।
কেএন/এসএন