টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র নিজের পরিচয় নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য দিলেন। তিনি বলেন, “আমার সম্পর্ককে যদি বারবার আমার পরিচয় হিসেবে দেখানো হয়, সেটা তোমার মানসিকতাকে দেখায়। হলে গিয়ে টিকিট কেটে যে দর্শকরা আমার সিনেমা দেখছে, যে ভালোবাসা দিচ্ছে, সেটা আমার পরিচয়।”
রুক্মিণীর মতে, একজন শিল্পীর পরিচয় তার ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং পর্দায় তার কাজ এবং দর্শকের ভালোবাসা। ব্যক্তিগত নানা প্রসঙ্গ নিয়ে অনলাইনে বারবার আলোচনা হলেও তিনি জানান, এসব নয়, বরং সিনেমাই তার প্রকৃত পরিচয়।
বাংলাদেশেও রুক্মিণীর বিপুল ভক্ত রয়েছে, বিশেষত সাম্প্রতিক কয়েকটি সফল ছবির পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার এই বক্তব্যকে সাধুবাদ জানিয়ে বলছেন- 'শিল্পীর মূল্যায়ন হোক শুধু কাজ দিয়ে, ব্যক্তিগত সম্পর্ক দিয়ে নয়।'
পিএ/টিএ