নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে সিগারেট বিক্রির অভিযোগে রয়েল টোব্যাকো কম্পানির মালিককে এক মাসের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজার এলাকায় র্যাব-১১, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, নরসিংদীর যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
র্যাব জানায়, রয়েল টোব্যাকো কম্পানি অবৈধভাবে সিগারেট বিক্রির ক্ষেত্রে পুরোনো ট্যাক্স লেভেল ব্যবহার করে আসছিল। পূর্বে ব্যবহৃত সিগারেট প্যাকেট থেকে লেভেল তুলে নতুন প্যাকেটে লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল সেগুলো।
ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ কয়েকদিন ধরে কারখানাটির ওপর নজরদারি চালায়। পরবর্তীতে প্রমাণ মেলে যে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে পুরোনো ট্যাক্স স্ট্যাম্প ব্যবহার করে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও ভ্যাট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যৌথভাবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা ঘটনাস্থলেই প্রতিষ্ঠানটির মালিক মো. মহারাজ হোসেন (৫২), বাবা মৃত মকবুল আলী হাওলাদার, সাং-গোদনাইল, সিদ্ধিরগঞ্জকে ২ লাখ টাকা জরিমানা এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানির অধিনায়ক আল মাসুদ খান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। তিনি বলেন, ‘রয়্যাল টোব্যাকো লিমিটেডে একই সরকারি ভ্যাট ট্যাক্স স্ট্যাম্প বারবার ব্যবহার করে অবৈধভাবে সিগারেট বিক্রি করা হচ্ছিল। অভিযানে আমরা বিপুল পরিমাণ সিগারেট ও ট্যাক্স স্ট্যাম্প জব্দ করেছি।’
তিনি আরো জানান, এমন অনিয়মে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নজরদারি জোরদার করা হয়েছে।
পিএ/টিএ