সিরাজগঞ্জের সদর উপজেলাধীন কড্ডার মোড় সংলগ্ন শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাবেক সিরাজগঞ্জ প্রতিনিধি মনিরুজ্জামান খান নিহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান খান সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কের মৃত আব্দুল মজিদের পুত্র। সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখক, সংস্কৃতিকর্মী এবং অন্যভূবন কালচারাল স্কুল ও অন্যভূবন মডার্ন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবেও পরিচিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে তিনি ঢাকায় মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যায় রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করেন। লালমনি এক্সপ্রেস ট্রেনেই তার যাওয়ার কথা ছিল। ওয়াশরুমে যাওয়ার জন্য তিনি প্লাটফর্মের অন্যপাশে যান। এরপর প্লাটফর্মে আসার জন্য রেললাইন পার হতেই লালমনি এক্সপ্রেস ট্রেন প্লাটফর্মে ঢুকে পড়ে। তখন লালমনি এক্সপ্রেস ট্রেনটি এসে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সিরাজগঞ্জ রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তপন ঘোষ দেশের একটি গণমাধ্যমকে বলেন, ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না ঢাকা পোস্টকে বলেন, তিনি আমাদের জেলার একজন প্রবীণ সাংবাদিক ছিলেন। তার এমন মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিকরা শোকাহত।
এমকে/টিএ