আইনগত বিধি নিষেধ থাকায় কক্সবাজার থেকেই সেন্টমার্টিন যাবে পর্যটকবাহী জাহাজ

পর্যটকদের জন্য আগামী ১ নভেম্বর থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন উন্মুক্ত করা হচ্ছে। কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় উখিয়ার ইনানী থেকে সেন্টমার্টিন যাওয়ার সুযোগ নেই। 

ভ্রমণকালে দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্যের রক্ষায় প্রযোজ্য ১২টি নির্দেশনা উল্লেখ করে গত ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ধারণা করছিলেন, উখিয়ার ইনানী থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে জাহাজ চলবে এবং তারা সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলেন। তবে আইনগত বিধিনিষেধে তা সম্ভব হচ্ছে না।

বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন অধিদপ্তরকে এ বিষয়ে নীতিগত সম্মতি দিয়ে গতকাল সোমবার (২৭ অক্টোবর) একটি চিঠি দিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে। মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরিত ওই চিঠিতে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, পরিবেশ ও বন মন্ত্রণালয় ১৯৯৯ সালের ১৯ এপ্রিল কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র সৈকতকে প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করেছে।
 
ইসিএ এলাকায় কক্সবাজার পৌরসভা (রাজস্ব বিভাগের রেকর্ড করা সমুদ্র সৈকত বা বালুচর বা খাড়ি বা বন বা জলাভূমি) এবং ইনানী মৌজা ও সেন্ট মার্টিন দ্বীপ অন্তর্ভুক্ত।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ (৪) ধারা অনুযায়ী, প্রতিবেশগত সংকটাপন্ন বলে ঘোষণা করা এলাকায় কোনো ক্ষতিকর ‘কর্ম বা প্রক্রিয়া’ চালু রাখা বা শুরু করা যাবে না। চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ জমির উদ্দিন। 

তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগের নিয়মেই কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাট থেকে জাহাজে করে সেন্ট মার্টিনে যেতে পারবেন। বিষয়টি ইতোমধ্যে অংশীজনদের জানানো হয়েছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে ৬ ঘণ্টা সময় লাগে।

আবার প্রথম একমাস রাত্রিযাপনের সুযোগ নেই। ফিরতে লাগবে ৬ ঘণ্টা। সেন্টমার্টিন দেখার খুব কম সময় পাবেন পর্যটকেরা।

রাত্রিযাপনসহ বিধিনিষেধের ক্ষেত্রে পুর্নবিবেচনার দাবি জানিয়ে বাহাদুর আরও বলেন, গত বছরের আজকের দিনেও সেন্টমাটিনের পর্যটন শিল্প রক্ষা ও লাখ লাখ মানুষের জীবিকা বাঁচানোর জন্য ঢাকার রাজপথে আন্দোলনে ছিলাম। জানি না হয়তো আবারও রাজপথে নামতে হতে পারে, সরকারের সদয় দৃষ্টি আহ্বান করছি যেন আমাদের কথা চিন্তা করা হয়।

মন্ত্রণালয়ের জারিকৃত  প্রজ্ঞাপন বলছে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে পর্যটকদের অনলাইনে টিকিট কিনতে হবে। যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে ও কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে চিহ্নিত করা হবে।

অনুমোদন ছাড়া সেন্টমার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না। 
নভেম্বর মাসে পর্যটকেরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রিযাপন করা যাবে না উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা,হয় ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি ও বারবিকিউ পার্টি নিষিদ্ধ করা হয়েছে। কেয়াবনে প্রবেশ; কেওড়া ফল সংগ্রহ বা কেনা-বেচা; সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজ কাঁকড়া, শামুক-ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। এছাড়া সৈকতে মোটরসাইকেল ও সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রজ্ঞাপনে।

পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সেন্টমার্টিনে নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক- যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিকের চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনি প্যাক, ৫০০ মিলিলিটার ও এক লিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহনে নিরুৎসাহিত করা হয়েছে প্রজ্ঞাপনে। 

সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের মানুষ পর্যটকদের অপেক্ষায় মুখিয়ে আছে, কারণ আয় না থাকায় তাদের খুব কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। পর্যটকরা সেন্টমার্টিনের জন্য আর্শীবাদ হয়ে আসেন। নভেম্বর মাসে রাত্রিযাপনের সুযোগ এবং ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রমণ চালু রাখলে এখানকার জনজীবনে কিছুটা হলেও শান্তি মিলবে।

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বিশেষ ক্ষমতা আইনের মামলায় মির্জা আব্বাসসহ ৭৫ জনকে অব্যাহতি Oct 28, 2025
img
উখিয়া-টেকনাফবাসীকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব : আব্দুল্লাহ Oct 28, 2025
img
ইনজুরিতে ইয়ামালের সামর্থ্য অর্ধেক কমে গেছে Oct 28, 2025
img
প্রাথমিক শিক্ষা বিষয়ে জনআকাঙ্ক্ষার পরিপন্থী পদক্ষেপ নেবে না সরকার: ধর্ম উপদেষ্টা Oct 28, 2025
img
ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘জাতীয় অনৈক্যের’ প্রচেষ্টা নিয়েছে : সালাহউদ্দিন Oct 28, 2025
img
সেনাপ্রধানের সাথে পাক যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ Oct 28, 2025
img
খতিব মুহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন : পুলিশ Oct 28, 2025
img
বিশ্বের সবচেয়ে নির্ভীক দল হবে ভারত : গম্ভীর Oct 28, 2025
img
১০ বছর পর একক অ্যালবাম নিয়ে আসছে অর্ণব Oct 28, 2025
img
নির্বাচন সুষ্ঠু করতে ইসিকে জামায়াতের ১৮ দফা দাবি Oct 28, 2025
img
চলতি বছরে বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্র সকারে আয়ের রেকর্ড Oct 28, 2025
img
যুক্তরাষ্ট্র থেকে তেল ক্রয় বাড়িয়েছে ভারত, বন্ধ হয়নি রাশিয়া থেকে আমদানি Oct 28, 2025
img
মোশাররফ করিমের সঙ্গে অভিনয়ের ইচ্ছা রুদ্রনীল ঘোষের Oct 28, 2025
img
সাবেক এমপি জয়সহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা Oct 28, 2025
img
ইসলামী ব্যাংকের সঙ্গে জামায়াতের সম্পর্ক নেই : গোলাম পরওয়ার Oct 28, 2025
img
সম্মান নিয়ে প্রস্তাব ফিরিয়ে দেওয়াটাই সাহসিকতা: মিষ্টি জান্নাত Oct 28, 2025
img
কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ Oct 28, 2025
img
বেগম খালেদা জিয়ার মতো তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে: পিন্টু Oct 28, 2025
img
ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে-সংসার করব: তামান্না ভাটিয়া Oct 28, 2025
img
সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার আরো ১৫৭০ Oct 28, 2025