কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আব্দুল্লাহ বলেছেন, ‘তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নির্দেশে তরুণ, ত্যাগী ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে উখিয়া-টেকনাফের মানুষকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।’
তিনি আরো বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে উখিয়া-টেকনাফের জনগণ মুক্ত হতে চায়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ধানের শীষে ভোট দিলে উখিয়া-টেকনাফে বৈধ ব্যবসা উন্মুক্ত করা হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। আগামী দিনে এই এলাকা শান্তিনগরীতে পরিণত হবে।’
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টেকনাফ বাস স্টেশনের ঝর্ণা চত্বরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আরো বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট এমপি আব্দুর রহমান বদি ও জাফর চেয়ারম্যান গং ১৭ বছর ধরে উখিয়া-টেকনাফের মানুষের ভোটাধিকার হরণ করেছে। তারা বৈধ ব্যবসা বন্ধ রেখে অবৈধ ব্যবসা চালিয়ে গিয়েছিল। আমি বিএনপির ত্যাগী নেতা হিসেবে প্রতিবাদ করায় অর্ধশতাধিক মামলার শিকার হয়েছি।
এমনকি আমাকে হত্যা করতে না পেরে আমার শিশুসন্তান আলী উল্লাহকে হত্যা করেছে। তবু আমি জনগণকে ছেড়ে যাইনি।’
তিনি বলেন, ‘আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে শান্তি ও উন্নয়ন ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।’
আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ।
তিনি বলেন, ‘উখিয়া-টেকনাফের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত। যারা বঞ্চিত করেছে তারা আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে। আমি তারেক রহমানকে আহ্বান জানাই—উখিয়া-টেকনাফের জনগণ তরুণ, ত্যাগী নেতাকে ধানের শীষ প্রতীক দিতে চায়। তাদের এই আশাকে ফিরিয়ে দেবেন না।’
টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সোলতান আহমেদ বিএ, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ, উপজেলা কৃষকদলের সভাপতি নূর নবী, টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আইকে/টিএ