কলকাতার জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সম্প্রতি নিজের পেশাগত পরিচয় নিয়ে প্রকাশ করেছেন স্বচ্ছ বক্তব্য। তিনি জানান, “কে বলেছে আমি শিল্পী? আমাকে জোর করে শিল্পী করা হয়েছে। আমি একজন মিস্ত্রী। কাজ ছিল হাতুড়ি ছেনি নিয়ে।”
এই উক্তিতে বোঝা যায়, দীর্ঘদিনের অভিনয়ের ব্যস্ততা সত্ত্বেও তিনি নিজের পেশাগত জীবন এবং কাজের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে ভিন্ন দিক তুলে ধরেছেন। সব্যসাচী মনে করেন, অভিনয় তার জন্মগত পরিচয় নয়, বরং জীবন ও পরিশ্রমের মাধ্যমে তিনি যে কোনও কাজ দক্ষতার সঙ্গে করতে পারেন, তাতেই তাঁর প্রকৃত স্বকীয়তা নিহিত।
তিনি আরও জানান, হাতুড়ি ও ছেনি নিয়ে কাজের দিনগুলো তার জন্য শিক্ষণীয় এবং নিত্যনতুন অভিজ্ঞতার উৎস ছিল। এতদিন চলচ্চিত্র জগতে যেটা মানুষের কাছে দেখানো হয়েছে, তা তার প্রকৃত পরিচয়ের একটি অংশ মাত্র। সব্যসাচীর এই ব্যাখ্যা ভক্তদের কাছে নতুন মাত্রা যোগ করেছে এবং অনেকেই এই সৎ মন্তব্যকে প্রশংসা করেছেন।
এমকে/এসএন