পাকিস্তান দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া নতুন কেন্দ্রীয় চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন এবং বোর্ডের কাছে জানতে চেয়েছেন কেন তাকে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলে রাখা হচ্ছে না।
পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানায়, রিজওয়ান বোর্ডের কাছে টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছেন। একই সঙ্গে তিনি আরও কিছু শর্ত দিয়েছেন, যা পূরণ না হলে চুক্তিতে সই করবেন না। তবে ওই অতিরিক্ত দাবিগুলোর বিস্তারিত কোনো প্রকাশনা এখনো জানায়নি।
রিজওয়ান বর্তমানে একমাত্র পাকিস্তানি ক্রিকেটার, যিনি এখনো কেন্দ্রীয় চুক্তিতে সই করেননি। কয়েক দিন পরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে, এমন সময় এই ঘটনাকে ঘিরে পিসিবির ভেতরে নতুন সংকট তৈরি হয়েছে।
এই বছর মার্চের পর থেকে রিজওয়ানকে আর টি-টোয়েন্টি দলে দেখা যায়নি। তার মতোই আগেই বাদ পড়েছিলেন বাবর আজমও, যদিও সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে বাবরকে ফিরিয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি পিসিবি রিজওয়ানকে ওয়ানডে অধিনায়কত্ব থেকেও অবসর দেয়, তার স্থলাভিষিক্ত হন শাহিন শাহ আফ্রিদি। নির্বাচক কমিটি ও হোয়াইট-বল কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠকের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ তার অধিনায়কত্বে পাকিস্তান অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতেছিল, যদিও চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় দলটি।
রিজওয়ান নেতৃত্ব দিয়েছিলেন ২০ ওয়ানডেতে, যেখানে পাকিস্তান জয় পেয়েছিল ৯টিতে এবং হেরেছিল ১১ ম্যাচে তার জয়ের হার ছিল প্রায় ৪৫ শতাংশ। পাকিস্তানের সংবাদমাধ্যমে আরেকটি বড় দাবি উঠেছে রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরানো হয় বেটিং কোম্পানির প্রচারে অস্বীকৃতি জানানোর পর। অন্যদিকে সাবেক অধিনায়ক রশিদ লতিফের দাবি, রিজওয়ানকে সরানো হয়েছে কারণ তিনি প্রকাশ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছিলেন।
সব মিলিয়ে, পাকিস্তান ক্রিকেটে এখন এক নতুন অস্থিরতার সময় চলছে যেখানে দেশের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় রিজওয়ান নিজের ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তার মুখে।
এসএস/টিএ