বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি নিলোফার চৌধুরী মনি বলেছেন, ‘গণভোট নিয়ে বাংলাদেশের মানুষের উচ্ছ্বাসটাই নেই। অনেকে জানেও না বুঝেও না।
বাংলাদেশের ৭০ শতাংশ জনগণ জানেই না গণভোট কেন হচ্ছে? কিসের জন্য হচ্ছে? গণভোট হলে কী হবে?’
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি এসব কথা বলেন।
নিলোফার চৌধুরী বলেন, ‘গণভোট হলেও ঠিক জায়গামতো পৌঁছাতে পারবে এমন কোনো বিধি-নিষেধ আগের সংবিধান অনুযায়ী নেই।
তার পরও গণভোটে বিএনপি রাজি হয়েছে। বিএনপি নোট অব ডিসেন্টসহ গণভোটে রাজি হয়েছে। বিএনপি বলেছে একই খরচে একইভাবে সেই গণভোটটা নির্বাচনের দিনে দিলে এমন কোনো অসুবিধা নেই। কারণ এতে লাভ আছে, এক খরচে হয়ে যাচ্ছে।’
নিলোফার বলেন, ‘কিছুদিন আগে দেশে একটা জাতীয় নির্বাচন হয়ে গেছে। এর মধ্যে জাতীয় নির্বাচন আরেকটা হচ্ছে। সঙ্গে গণভোটটা যদি আলাদা হয় একই খরচ পড়বে প্রায়।’
নিলোফার আরো বলেন, ‘আলাদা ডেটে গণভোট দিলে জনসংখ্যা উপস্থিতি কমবে ভোটের।
যেমন আলী রীয়াজ বলেছেন, যদি ‘না’ ভোট জয়যুক্ত হয় তাহলে কী হবে? এই যে ‘না’ জয়যুক্ত হওয়ারও একটা বিশেষ কারণ আছে। একদিনে হলে কিন্তু বেশ কিছু ভোটার পাওয়া যাবে। যারা একই সঙ্গে দুইটা কাগজ হাতে পাবে, একটা কাগজ তারা ফেলে আসবে না। ম্যাক্সিমাম লোক মনে করবে যে, বসে থাকার চেয়ে ফিলআপ করে যাই। তাতে কী হবে-উপস্থিতি বেশি হবে।
আর নইলে উপস্থিতি কমবে এবং ‘না’ ভোট জয়যুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’
টিজে/এসএন