সাংবাদিক মাহবুব কামাল বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের ১৩ মাসের কূটনীতি ব্যর্থতায় শেষ হয়েছে।’ তিনি উল্লেখ করেন, ভারতের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক স্থাপনেও সফল হওয়া যায়নি।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “ডিপ্লোমেসি মূলত ‘নেগোসিয়েশন এবং স্ট্র্যাটেজিক থিংকিং’ এর খেলা।
কিন্তু দেখা গেছে, বর্তমান পদে থাকা ব্যক্তির বেশি আগ্রহ ঘরোয়া রাজনীতিতে, যা বিদেশ নীতি ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করেছে।”
তিনি আরো বলেন, ‘বিদেশ সফরগুলো ফলপ্রসূ হয়নি। চীন ও ভারতের সঙ্গে কূটনৈতিক মেলবন্ধন বজায় রাখতে না পারার কারণে অনেক প্রকল্প ও ফান্ড কার্যকর করা যায়নি। পাশাপাশি, নতুন ভূ-রাজনৈতিক বিভিন্ন চ্যালেঞ্জ যেমন রোহিঙ্গা পরিস্থিতিতে কোনো উদ্যোগ দেখা যায়নি।’
তিনি বলেন, ‘ডিপ্লোমেসিতে মূল কৌশল হলো বেশি কথা না বলা, কিন্তু অতিরিক্ত ব্যাখ্যা ও পদক্ষেপের ফলে অপ্রত্যাশিত ঝুঁকি তৈরি হয়েছে। এক ধরনের অপটিমিজম ও ভুল গণনার কারণে সঠিক কূটনৈতিক ফলাফল আসেনি।’
আরপি/এসএন