১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম।


বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ১৫ নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন।
 
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই নির্দেশ দেন তিনি। তিনি বলেন, ‘গত তিন নির্বাচনের সঙ্গে যারা যুক্ত ছিলেন, এবার তাদের নির্বাচনী কর্মকর্তা হিসেবে রাখা হবে না।’
 
একবিংশ শতকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে বড় খুনি নেই, সেটা জাতিসংঘের প্রতিতবেদনেই রয়েছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘কেউ কোনো অপকর্ম করে পার পাবে, এটা হবে না। সেই অনুযায়ী কাজ হচ্ছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা থাকছে।’ প্রধান উপদেষ্টা আগামী ১৫ নভেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতির কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান শফিকুল আলম।
 
তিনি বলেন, ‘পোস্টাল ভোটের জন্যে অ্যাপ রাখবে নির্বাচন কমিশন। নির্বাচনের আগের এবং পরের ৭২ ঘণ্টা কীভাবে সামাল দেয়া হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে।’  
 
যেকোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত থাকার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, ‘নির্বাচনী কর্মকর্তা পদায়নের ব্যাপারে স্বচ্ছতা নিশ্চিত করে সে অনুযায়ী কাজ হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব নিয়ে কাজ করতে দুটি কমিটি কাজ করবে। ডিজইনফর্মেশনের ব্যাপারগুলোর জন্যও কাজ করতে কমিটি থাকবে। ফেসবুকের সঙ্গেও এ ব্যাপারে কথা হবে।’
 
নির্বাচনে কারা কারা দায়িত্ব পালন করছে, এ বিষয়ে তিনি বলেন, ‘সেনাবাহিনী জানিয়েছে সাড়ে ৯২ হাজারের মত সেনা এবং নৌবাহিনীর সদস্য কাজ করবেন। এর মধ্যে ৯০ হাজার থাকেন সেনা সদস্য আর বাকিটা নৌবাহিনীর সদস্য। ভোটের দায়িত্বে সব থেকে বেশি থাকছে আনসার সদস্য। পুলিশের কাছে বডি ক্যামেরাও থাকবে।’
 
নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান শফিকুল আলম। এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এছাড়া প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবও ছিলেন সেখানে।
 
মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবরা উপস্থধি ছিলেন। ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, স্থানীয় সরকার বিভাগ, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবরাও। এছাড়া সভায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
একাত্তরের অপরাধের জন্য জামায়াতের বিচার চলমান রাখা জরুরি: রনি Oct 29, 2025
img
জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম Oct 29, 2025
img
অপপ্রচার নিয়ন্ত্রণে টিকটক প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক Oct 29, 2025
img
পারমাণবিকসমৃদ্ধ আন্ডারওয়াটার ড্রোনের সফল পরীক্ষা রাশিয়ার Oct 29, 2025
img
দিল্লিতে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির চেষ্টা ব্যর্থ Oct 29, 2025
img
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতে যে আলোচনা করলেন সালাউদ্দিন পুত্র সৈয়দ ইব্রাহিম Oct 29, 2025
img
ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা Oct 29, 2025
img
সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ Oct 29, 2025
img
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়তে না পারাটা খুবই দুঃখজনক: ডোনাল্ড ট্রাম্প Oct 29, 2025
img
যুক্তরাষ্ট্রে ম্যাচ বাতিল হলেও পেরুতে প্রস্তুতি ম্যাচে নামছে বার্সেলোনা! Oct 29, 2025
img
অগ্রিম বুকিংয়ে ঝড় তুলছে ‘বাহুবলী: দ্য এপিক’! Oct 29, 2025
img
বাংলাদেশের খেলার ধরণ সংক্রান্ত প্রশ্নে বিরক্তি প্রকাশ বাটলারের! Oct 29, 2025
img
মৎস্যসম্পদ রক্ষায় নৌপরিবহন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে Oct 29, 2025
img
সামাজিক কার্যক্রমে বিত্তবানদের অংশগ্রহণের আহ্বান ধর্ম উপদেষ্টার Oct 29, 2025
img
আজানের সময় কনসার্ট থামালেন সনু নিগম Oct 29, 2025
img
‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবেলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার Oct 29, 2025
img
রেফারিকে কখনো গোল দিতে দেখিনি: সালাহউদ্দিন আহমদ Oct 29, 2025
img
দেশে কোনো ধরনের সারের সংকট নেই, দামও বাড়বে না: কৃষি উপদেষ্টা Oct 29, 2025
img
জুলাই সনদে এনসিপির সই না করা একটা পাতানো খেলা হতে পারে: জাহেদ উর রহমান Oct 29, 2025
img
আজও জনপ্রিয় নব্বই দশকের ঝড় তোলা চিত্রনায়িকা শাবনাজ! Oct 29, 2025