প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের পুত্র সৈয়দ ইব্রাহিম আহমেদ। সাক্ষাতে দেশের বেকারত্ব সমস্যা ও শিক্ষা ও খেলাধুলা সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
বুধবার এক ফেসবুক স্ট্যাটাসে সৈয়দ ইব্রাহিম আহমেদ প্রধান প্রতিষ্ঠার সঙ্গে তার সাক্ষাতের মুহূর্ত শেয়ার করেন। সৈয়দ ইব্রাহিম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক। একই সঙ্গে তিনি একজন 'ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট' হিসেবে পরিচিত।
সৈয়দ ইব্রাহিম তার স্ট্যাটাসের শুরুতেই ড. মুহাম্মদ ইউনূসের ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় প্রচলিত অর্থনৈতিক তত্ত্বের প্রতি মোহমুক্তি এবং মানব-দুর্ভোগ লাঘবে সরাসরি কাজ করার ঐতিহাসিক সিদ্ধান্তের কথা তুলে ধরেন। তিনি বিশেষভাবে জোবরা গ্রামের ৪২ জন দরিদ্র মানুষের মাত্র ২৭ ডলার ঋণের গল্পটি উল্লেখ করেন, যা থেকে গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্রঋণ ধারণার জন্ম হয়।
একইসঙ্গে তিনি যুব সমাজের বেকারত্ব দূরীকরণ এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে "শিক্ষা ও খেলাধুলার" গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন বলে জানান।
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করাকে সাঈদ ইব্রাহিম তার জন্য একটি "সম্মানের" বিষয় বলে উল্লেখ করেন এবং স্ট্যাটাসের শেষে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে লেখেন:"এটি ছিল একটি সম্মান তাঁর (ড. ইউনূসের) সঙ্গে সরাসরি দেখা করে যুব বেকারত্ব এবং কীভাবে 'শিক্ষা ও খেলাধুলা'—যে দুটি ক্ষেত্র আমার অত্যন্ত প্রিয়—তা ব্যবহার করে আমাদের প্রজন্মকে এগিয়ে নেওয়া যায়, পাশাপাশি একটি গণতান্ত্রিক বাংলাদেশে মসৃণ পরিবর্তন নিশ্চিত করা যায়—সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা।"
আইকে/টিএ