বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি কুচক্রীমহল গভীর ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী উগ্রবাদকে উসকে দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে।
বুধবার (২৯ অক্টোবর) বগুড়ার সোনাতলার দিগদাইড় ইউনিয়নের বারঘরিয়া গ্রামের ৬৫ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী মমেরন বেওয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহারের ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মোনায়েম মুন্না বলেন, এদেশের মানুষ এখন অনেক সচেতন। কোনোভাবেই তারা ওই কুচক্রীমহলের উসকানিতে পড়বে না। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য উন্মুখ হয়ে আছে। যুব সমাজকে সাথে নিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাতলা উপজেলা যুবদলের আহ্বায়ক হাজি রাশেদুল রহমান হান্নান। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান। এ সময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বাবু, দিগদাইড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামীম খাঁন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিপন মাহমুদ মিঠু, সদস্যসচিব রবিউল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান খাজা, যুবনেতা রুহুল আমীন, রহমতুল্লাহ শামীম, ইব্রাহিম হোসেন, রিমন আহমেদসহ অনেকে।
স্বামী পরিত্যক্তা অসহায় মমেরন বেওয়াকে আধাপাকা ঘর, টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থা একসঙ্গে দেওয়াতে জিয়া পরিবার, কেন্দ্রীয়, জেলা ও উপজেলা যুবদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপকারভোগীর পরিবার ও এলাকাবাসী।
এবি/টিকে