অভিনেত্রী দেবলীনা দত্ত সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের দৃষ্টিকোণ থেকে পরিবারের মূল্য এবং বিবাহবিচ্ছেদ নিয়ে মন্তব্য করেছেন।
তিনি বলেন, “ডিভোর্সকে আমরা টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি। একটু মতান্তরকে বলছি, বনিবনা হচ্ছে না। তাহলে পরিবার কেন বলছি? তোমার বাবার সঙ্গে তুমুল ঝগড়া হচ্ছে, বনিবনা হচ্ছে না, তুমি পারবে ডিভোর্স নিতে?”
দেবলীনা আরও বলেন, পরিবার শুধুমাত্র সামাজিক কাঠামো নয়, এটি একটি বোঝাপড়া ও সহমর্মিতার জায়গা। তিনি মনে করেন, সম্পর্কের জটিলতায় সিদ্ধান্ত নেওয়ার আগে সবাইকে গভীরভাবে বিবেচনা করতে হবে।
তার এই মন্তব্য মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। এটি সমাজে ডিভোর্সের প্রতি দৃষ্টিভঙ্গি এবং পারিবারিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করছে।
কেএন/টিএ