মাদ্রাসা শিক্ষকদের দাবি নিয়ে টালবাহানা করা চলবে না বলে জানিয়েছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে আসা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
রোববার (২ নভেম্বর) ইবতেদায়ি শিক্ষকদের জাতীয়করণের দাবি বাস্তবায়নের আন্দোলনে আসা জামায়াতের প্রতিনিধিদলের নেতারা বলেন, দেশে একটি বৈষম্যবিহীন সরকার থাকার পরেও মাদ্রাসার শিক্ষকরা পথে নামছেন এটা দুঃখজনক।
জাতীয়করণের দাবিতে রোববার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যমুনা অভিমুখে লংমার্চ শুরু করেছেন মাদ্রাসা শিক্ষকরা। দাবি আদায়ে ২১তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে ইবতেদায়ি শিক্ষকরা।
তারা বলেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবহেলা করছেন। আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার আহ্বান জানান তারা।
নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধি দল আজ প্রেসক্লাবে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে এসেছেন বলে জানান আন্দোলনকারীরা৷
এসএস/টিকে