বলিউড বাদশাহর জন্মদিন মানেই মান্নতের সামনে চির চেনা ভিড়, অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষের উচ্ছ্বাস! তাকে দেখার জন্য উন্মাদনা। প্রত্যেক জন্মদিনেই সুপারস্টারের মান্নতের সামনে নজর কাড়ে এ দৃশ্য। কিন্তু এবার জন্মদিনে একটু ব্যতিক্রম হচ্ছে।
এবার শাহরুখ খান নেই মান্নাতে। তার বাড়িতে মেরামত ও নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে। তাই শাহরুখ আপাতত থাকছেন মুম্বাইয়ের নতুন একটি অ্যাপার্টমেন্টে। তবে জন্মদিনের আগের রাতেই আলিবাগের ফার্ম হাউজে এক পার্টির আয়োজন করেছিলেন শাহরুখ। ঘরোয়া সেই অনুষ্ঠানে অভিনেতার ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন। এসেছিলেন ফারাহ খান থেকে শুরু করে রানি মুখার্জি, করণ জোহর, অনন্যা পান্ডেসহ আরও অনেকে।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা থেকেই আলিবাগের পার্টিতে এসেছিলেন অতিথিরা। সেখানে থেকেই সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করেন ‘ম্যায় হুঁ না’খ্যাত নির্মাতা ফারাহ খান। তার পরনে ছিল গোলাপি রঙের পোশাক। স্থিরচিত্রে দেখা যাচ্ছে, শাহরুখের গালে চুম্বন দিচ্ছেন ফারাহ।ক্যাপশনে এই নির্মাতা লেখেন, ‘শুভ জন্মদিন শাহরুখ… আরও ১০০ বছর রাজত্ব করো।’
এদিকে শাহরুখকে আজ মান্নাতে দেখা যাবে কি-না, তা নিয়ে ভক্তদের মাঝে বেশ কৌতূহল ছিল। সামাজিকমাধ্যম এক্স-এ শাহরুখকে এক অনুরাগী প্রশ্ন করেছিলেন যে, তিনি কি এবার মান্নতে দেখা দেবেন? উত্তরে মজা করে শাহরুখ জানান, ‘হ্যাঁ, অবশ্যই। তবে আমায় এবার শক্ত টুপি পরতে হবে!’
তবে শাহরুখের ৬০তম জন্মদিন উদযাপন শুধু ঘরোয়া পার্টিতেই থেমে নেই। বিশেষ দিনটি ভক্তদের সঙ্গে রাঙিয়ে তুলতে বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরে একটি বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা করেছেন সুপারস্টার। আজ বিকেল ৪টায় নির্ধারিত এ অনুষ্ঠানে অফিসিয়াল ফ্যান ক্লাবগুলোর সদস্য এবং পাসপ্রাপ্ত ভক্তদের সঙ্গে সেখানে উপস্থিত থাকবেন কিং খান।
ইএ/টিএ