টানা ২২তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান কর্মসূচিতে দ্রুত জাতীয়করণের দাবি পুনর্ব্যক্ত করেন তারা। আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও পূরণ হয়নি তাদের মৌলিক কাঠামোগত চাহিদা ও জাতীয়করণের দাবি।
শিক্ষক নেতারা জানান, প্রাথমিক শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হওয়া সত্ত্বেও উপেক্ষিত হচ্ছে ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষা। তাদের দাবি, প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রায় ১ হাজার ৮৯টি এমপিওর ফাইল স্বাক্ষরের অপেক্ষায়। পাশাপাশি অনুদানবিহীন আরও ১৩ থেকে ১৪ হাজার মাদ্রাসা নীতিগত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেগুলো স্বাক্ষর করে দ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
এসএস/টিএ