নেদারল্যান্ডস সরকার মিশর থেকে চুরি যাওয়া ৩,৫০০ বছরের পুরোনো একটি পাথরের ভাস্কর্য মিশরকে ফেরত দেওয়ার ঘোষণা করেছে।
নেদারল্যান্ডসের তথ্য ও ঐতিহ্য পরিদপ্তরের মতে, ফারাওদের আমলের এই পাথরের মাথাটি আরব বসন্তের সময়, অর্থাৎ ২০১১ বা ২০১২ সালে, লুটপাট করা হয়েছিল বলে খুব সম্ভবত ধারণা করা হচ্ছে।
চুরির এক দশক পরে, ২০২২ সালে এটি একটি শিল্প ও প্রত্নতাত্ত্বিক প্রদর্শনীতে আবিষ্কৃত হয়। একটি বেনামী সূত্রের তথ্যের ভিত্তিতে ডাচ কর্তৃপক্ষ নিশ্চিত করে যে এটি চুরি করা হয়েছিল এবং অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছিল।
নেদারল্যান্ডসের বিদায়ী প্রধানমন্ত্রী ডিক শুফ এই সপ্তাহান্তে গিজায় প্রত্নতাত্ত্বিক গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম এর উদ্বোধনে যোগ দিয়ে ভাস্কর্যটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ডাচ সরকার জানিয়েছে, ফারাও তৃতীয় থুতমোস এর রাজবংশের একজন উচ্চপদস্থ কর্মকর্তার এই ভাস্কর্যটি মিশরের পরিচিতির জন্য গভীর অর্থবহ।
২০২২ সালে দ্য ইউরোপিয়ান ফাইন আর্ট ফাউন্ডেশন মেলায় ভাস্কর্যটি বিক্রির জন্য রাখা হয়েছিল। এর অবৈধ উৎস সম্পর্কে কর্তৃপক্ষকে জানানোর পর, ডিলার স্বেচ্ছায় ভাস্কর্যটি কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
তথ্যসূত্র: বিবিসি
আরপি/টিএ