ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ।
আজ সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে ওই আসনে তার নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন ঘোষণার পরই এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সৈয়দ এমরান সালেহ।
ওই পোস্টে তিনি বলেন, ‘শোকর আল হামদুলিল্লাহ। পবিত্র মদিনা মনোয়ারায় বসে সুসংবাদটি পেলাম। হালুয়াঘাট ও ধোবাউড়ার নেতাকর্মীরা সবাই শান্ত থাকবেন। কেউ উল্লাস প্রকাশ করবেন না। সব নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকবেন।
ধানের শীষের সবাই এক ও ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে।’ তিনি আরো বলেন, ‘আমার সাথে যাঁরা মনোনয়নপ্রত্যাশী ছিলেন, যথাক্রমে সাবেক এমপি আফজাল এইচ খান, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালমান ওমর রুবেল, তাদের সাথে নিয়ে নির্বাচন করব ইনশাআল্লাহ। আমি ৫ নভেম্বর সকালে ফিরে এসে সবার সাথে দেখা করব। আমার জন্য দোয়া করবেন।
হালুয়াঘাট, ধোবাউড়ার জনগণকে নির্বাচনে পাশে পাব এই প্রত্যাশা করি। ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।’
এসএস/টিএ