শাহরুখ খান ভারতীয় তারকা হলেও তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী। বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে তার অগণিত ভক্ত। যেকোনো সিনেমার ঘোষণা হোক, কিংবা জন্মদিন- বলিউড বাদশাকে ঘিরে তাদের উন্মাদনা চোখে পড়ার মতো।
গতকাল রবিবার (২ ডিসেম্বর) ছিল এই তারকার জন্মদিন।
স্বভাবতই দিনটি ভক্তদের কাছে উৎসবের মতো। তাদের আনন্দ আর উন্মাদনার পারদ আরো বেশি চড়িয়েছে দিনটিতে অন্তর্জালে আসা শাহরুখের আসন্ন ‘কিং’ সিনেমার টাইটেল অ্যানাউন্সমেন্ট।
এদিন শাহরুখের বাংলাদেশি ভক্তরা অর্থাৎ ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ টিম রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত এক রেস্তোরাঁয় অভিনেতার জন্মদিন উদযাপন করে। শাহরুখের সিনেমার গানের সঙ্গে তাল মিলিয়ে তাদের সদস্যদের নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন তারা।
শুধু তাই নয়, শাহরুখের জন্মদিন উপলক্ষে তার মঙ্গল কামনা করে রাজধানীর বিভিন্ন জায়গায় অবস্থিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করে ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’-এর সদস্যরা।
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’-এর অ্যাডমিন ফাহিম আজিজ বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী-ই শাহরুখ খানের অসংখ্য ভক্ত রয়েছে এবং তাদের গ্রুপও রয়েছে। যেগুলোর সঙ্গে শাহরুখ খান এবং তার ম্যানেজার পূজা দাদলানি যোগাযোগ রাখেন। শুধুমাত্র তাকে ভালোবেসে আমরা সবাই তার জন্মদিন থেকে শুরু করে সিনেমা; সবকিছুই উদযাপন করি।
এদিকে শাহরুখের জন্মদিনে কিংবা সিনেমা মুক্তির আগে প্রতিবারই মুম্বাইতে ‘এসআরকে ডে’ নামে একটি গেট টুগেদার অনুষ্ঠিত হয়, যেখানে শাহরুখ নিজে উপস্থিত থেকে সবার সঙ্গে কথা বলেন। এবার বাংলাদেশ থেকে চারটি পাস পেলেও ভিসার কারণে তিনজন সেখানে উপস্থিত হতে পারেননি। শুধুমাত্র একজন উপস্থিত হতে পেরেছেন এবং শাহরুখের সঙ্গে দেখা করেছেন।
এদিন ‘এসআরকে ডে’-তে উপস্থিত হয়ে শাহরুখ খান বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা তার সব ভক্তকে কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘দিনভর আমাকে শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত করার জন্য আমার সব ভক্তদের প্রতি কৃতজ্ঞতা। সবাই জানিয়েছেন, কিং-সিনেমায় আমার লুক, টাইটেল অ্যানাউন্সমেন্ট সবার কাছে ভালো লেগেছে। যেটা এসেছে সেটা তো শুধুমাত্র প্রথম ধাপ। আরো অনেক কিছুই বাকি। আমরা অনেক কষ্ট করেছি কাজটির জন্য।’