আগামী বছর সিনেমাপ্রেমীদের জন্য নতুন এক যুদ্ধ নাট্যচিত্র উপহার দিতে চলেছে বলিউডের সুপারস্টার সালমান খান। ‘ব্যাটল অফ গালওয়ান’ নামের এই সিনেমায় দেখা যাবে তাকে কর্নেল বিক্কুমল্লা সান্তোষ বাবুর ভূমিকায়। ভারতীয় সেনাবাহিনীর সাহসী অভিযান ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস ৩’-এর এক বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি বর্তমানে সমাপ্তির দিকে এগোচ্ছে।
লাদাখের কঠিন পরিবেশে সিনেমার প্রধান শুটিং সম্পন্ন হয়েছে, যেখানে একাধিক অ্যাকশন দৃশ্যের শুটিং ইতিমধ্যেই শেষ। পরিচালক অপর্ভ লাকিয়ার এই ছবিটি নির্মাণে বিনিয়োগ করেছেন বিশাল পরিমাণ সময় ও শ্রম, যা পোস্ট-প্রোডাকশনকে আরও গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং করে তুলেছে।
প্রাথমিকভাবে জানুয়ারি ২০২৬ মুক্তির পরিকল্পনা থাকলেও, নতুন সময়সূচিতে জুন ২০২৬-তে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার সম্ভাবনা বেশি। সালমান খানের ৬০তম জন্মদিনে কোন টিজার বা ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা, যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও হয়নি।
প্যাট্রিয়টিক থিম, উচ্চ-অ্যাকশন দৃশ্য এবং সালমানের নতুন অবতার, সব মিলিয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’ ২০২৬ সালের অন্যতম বড় সিনেমা হিসেবে রূপ নিতে চলেছে।
ইএ/এসএন