জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী সোনালি কুলকারনি যোগ দিয়েছেন ন্যাচারাল স্টার নানির আসন্ন প্যান-ইন্ডিয়ান অ্যাকশন ছবি দ্য প্যারাডাইস-এ। পরিচালক শ্রীকান্ত ওদেলা ছবিতে নানির মা হিসেবে সোনালির চরিত্রকে কেন্দ্রবিন্দুতে আনার ঘোষণা করেছেন। অভিনেত্রীর জন্মদিনে প্রকাশিত হয় তাঁর প্রথম লুক, যা প্রজেক্টে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।
এই কাস্টিংয়ে বিশেষ ও আবেগপূর্ণ দিক রয়েছে, কারণ সোনালির অভিজ্ঞ অভিনয় চিত্রনাট্যে গভীরতা ও তেজ যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নানি ও ওদেলার জুটি আবারও মিলছে দাসারা-এর সাফল্যের পর, যা দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে নতুন রূপান্তরিত ও প্রায়োগিক সিনেমার জন্য।
ছবিতে রাঘব জুয়্যাল এবং মোহন বাবুও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন, যেখানে মোহন বাবু অভিনয় করছেন ভয়ঙ্কর শিকাঞ্জা মালিকের ভূমিকায়। সঙ্গীত পরিচালনা করেছেন অণিরুদ্ধ রবিশঙ্কর।
দ্য প্যারাডাইস আগামী ২৬ মার্চ, ২০২৬-এ মুক্তি পাবে এবং এটি একটি বহু ভাষার মুক্তি, যার মধ্যে রয়েছে তেলুগু, হিন্দি, তামিল, কন্নড়, মালয়ালাম, বাংলা, ইংরেজি এবং স্প্যানিশ। ছবিটি প্রযোজনা করছে এসএলভি সিনেমাস।
টিজে/এসএন