ইউরোপিয়ান ফুটবলের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে দুর্বার প্রাচীর গড়ে তুলেছিলেন তাদের গোলকিপার থিবো কোর্তোয়া। একের পর এক সেভে হতাশ করছিলেন তিনি। তবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড থেকে হওয়া গোল গড়ে দেয় ম্যাচের পার্থক্য। এবারের ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে প্রথম হারের তিক্ত স্বাদ দেয় অল রেডরা। ১-০ গোলে ম্যাচ জিতে দলকে প্রশংসায় ভাসালেন প্রধান কোচ আর্নে স্লট।
ম্যাচের পরের সংবাদ সম্মেলনে এই ডাচ কোচ বলেছেন, ‘মুগ্ধকর কারণ আমরা একটি দুর্দান্ত দলের বিপক্ষে খেলেছি, যে দল অবিশ্বাস্য ফর্মে আছে। যারা মাত্র একবার হেরেছে, অন্য সবগুলো ম্যাচ তারা জিতেছে। তাদের বিপক্ষে জিততে পারা এবং এভাবে পারফরম্যান্স করা খুব ইতিবাচক।’
গত শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে প্রিমিয়ার লিগ জিতেছিল লিভারপুল। টানা চারটি লিগ ম্যাচ হারের পর এসেছিল সেই আকাঙ্ক্ষিত জয়। এবার রিয়ালকে হারিয়ে যেন নিজেদের আরো ভালোভাবে ফিরে পেলো।
স্লট বলেছেন, ‘ফলের দিক থেকে আমরা খুব বাজে ফর্মে আছি। এতগুলো ম্যাচ হারের জন্য কোনও অজুহাত দেওয়া চলবে না। যদিও অল্প সময়ে আমাদের অনেক ম্যাচ খেলতে হয়েছে।’
সময়টা ভালো যায়নি স্বীকার করেছেন লিভারপুল কোচ, ‘আমাদের জন্য গত কয়েক সপ্তাহ ছিল কঠিন, অনেক অ্যাওয়ে ম্যাচ ছিল। প্রত্যেক ম্যাচের মধ্যে সেভাবে বিরতি ছিল না।’ অ্যানফিল্ডে ভক্ত-সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানালেন তিনি, ‘আমাদের ভক্তদের সামনে খেলা দারুণ, তাও আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে। আমার মনে হয় এটাই আমাদের খেলোয়াড় ও ভক্তদের মধ্যে থেকে সেরাটা বের করে এনেছে।’
দলের পারফরম্যান্স নিয়ে তার কথা, ‘একটি সেরা পারফরম্যান্স... হয়তো আরও বেশি ভালো হতে পারতো।’
টিজে/এসএন