সবশেষ মৌসুমের তুলনায় খুব একটা ভালো সময় কাটছে না বার্সেলোনার। ২০২৪-২৫ মৌসুমের সেই ক্ষুরধার বার্সাকে এখন পর্যন্ত দেখা যায়নি। এছাড়া কাতালান ক্লাবটির ফুটবলারদের একের পর এক চোট তো আছেই। আর এমন পরিস্থিতির মধ্যেই নাকি ক্লাবের দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন কোচ হান্সি ফ্লিক।
স্পেনের সংবাদমাধ্যম‘এবিসি ফুটবলের’ খবর, বার্সা ছাড়তে চান ফ্লিক। আর এই সিদ্ধান্তের পেছনে নাকি তরুণ তারকা উইঙ্গার লামিন ইয়ামালের ‘ডিসিপ্লিনের ঘাটতি’ প্রভাব রেখেছে।
স্প্যানিশ গণমাধ্যমটি জানিয়েছে, সেপ্টেম্বর থেকেই ফ্লিক তাঁর সহকারীদের জানাচ্ছেন যে তিনি ক্লাব ছেড়ে যেতে চান। যদিও এখন পর্যন্ত ক্লাবের ক্রীড়া পরিচালক ডেকো কিংবা সভাপতি জোয়ান লাপার্তার সঙ্গে সরাসরি কিছু বলেননি এই জার্মান কোচ। নিজের কোচিং টিমের সঙ্গে তিনি ভবিষ্যৎ নিয়ে বেশ খোলামেলা আলোচনা করেছেন।
‘ডিসিপ্লনে’ যে ফ্লিক একবিন্দু ছাড়ও দিতে রাজি নন সেটা সবারই জানা। জার্মার কোচের হতাশার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ইয়ামালের আচরণ। ক্লাবের মধ্যে ১৮ বছর বয়সী তারকা উঙ্গারের আচারণ নাকি কোচের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এল ক্লাসিকোতে হারের পর পুরো দল যখন ক্যাম্পে ফেরার কথা, তখন ইয়ামাল নাকি একাই মিলানে চলে যান।
এছাড়াও প্রায়ই ক্লাবের প্রশিক্ষণ কেন্দ্রে থাকা গলফ-কার্ট বা ‘বাগি’ চালান ইয়ামাল, খেলোয়াড়দের জন্য যা কঠোরভাবে নিষিদ্ধ। বাগি শুধুমাত্র ক্লাবের স্টাফদের কাজের প্রয়োজনে ব্যবহারের কথা, কিন্তু ইয়ামাল যখন খুশি চালাতেন, এমনকি কোনো দুর্ঘটনা এড়াতে এক কর্মীকে তাঁকে অনুসরণ করতেও হতো।
এইসব আচরণে শুধু কোচই নয়, বার্সেলোনার সিনিয়র খেলোয়াড়রাও নাকি ক্ষুব্ধ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক দিন আগে ইয়ামালের কিংস লিগে উপস্থিত হওয়াও তাদের ভালো লাগেনি। এরমধ্যে চোটের কারণে খেলায়ও ঠিকঠাক মনোযোগ দিতে পারছেন না ইয়ামাল। মাঠে তাঁর নিবেদনেও ঘাটতি স্পষ্ট।
এ বছরের মে’তে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বার্সার সঙ্গে নতুন করেন ফ্লিক। তবে কিছু খেলোয়াড়দের পেশাদারিত্ব ও ঐক্যের ঘাটতি দেখে জার্মান কোচ ক্রমেই বিরক্ত হয়ে পড়েছেন। ফ্লিকের হতাশা শুধু মাঠের ফলাফল নিয়ে নয়, দলীয় সংস্কৃতি নিয়েও। তিনি মনে করছেন, বার্সার ড্রেসিং রুম এখন খ্যাতি, সামাজিক মাধ্যম এবং ব্যক্তিগত স্বার্থে বেশি মনোযোগী হয়ে পড়েছে যেখানে দলীয় লক্ষ্যগুলো গৌণ হয়ে পড়ছে। গত কয়েক মাস ধরে তিনি এই বিষয়গুলো নিয়ে নিজের সহকারী ও বিশ্লেষকদের সঙ্গে আলোচনা করে তিনি নাকি মনে করছেন দলের এই মানসিকতা ভেতর থেকে পরিবর্তন করা তাঁর পক্ষে হয়তো আর সম্ভব নয়।
২০২৪ সালে বার্সেলোনায় যোগ দিয়ে ক্লাবটিকে ঘরোয়া ‘ট্রেবল’ এনে দেন ফ্লিক। তাঁর কোচিংয়ে সবশেষ মৌসুমে দুর্দান্ত এক দলে পরিণত হয় স্প্যানিশ ক্লাবটি। চলতি মৌসুমে লা লিগায় দুইয়ে আছে বার্সা। লিগে ১১ ম্যাচে তাদের সংগ্রহ ২৫ পয়েন্ট, শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে পাঁচ পয়েন্ট কম বার্সার। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে বেলজিয়ামের ক্লাব ব্রুজের মুখোমুখি হবে তারা।
এসএস/টিএ