যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সৎভাই কোরি বওম্যান দেশটির ওহিও অঙ্গরাজ্যের প্রধান শহর সিনসিনাটির মেয়র নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী আফতাব কার্মা সিং পুরেওয়ালের কাছে হেরে গেছেন। বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এ তথ্য।
মঙ্গলবার নিউইয়র্কসহ কয়েকটি শহরে মেয়র নির্বাচন হয়েছে। সিনসিনাটি সেগুলোর মধ্যে অন্যতম।
জে ডি ভ্যান্স এবং কোরি বওম্যান— উভয়ের বাবা একজন— ডোনাল্ড বওম্যান। জে ডি ভ্যান্সের মায়ের নাম বেভারলি ভ্যান্স। জে ডি ভ্যান্স যখন খুব ছোটো, সে সময় তার বাবা-মায়ের বিচ্ছেদ ঘটে। এবং বেভারলি জে ডি-কে নিজের কাছে রেখে প্রতিপালন করেন। জে ডি ভ্যান্স বেড়ে হয়েছেন মূলত তার মা এবং নানা-নানীর কাছে। বড় হওয়ার পর জে ডি পিতার শেষ নাম বা পদবি বওম্যান-এর পরিবর্তে মা ও নানার শেষ নাম ভ্যান্স গ্রহণ করেন।
২০২৩ সালে নিজের স্মৃতিকথা হিলবিলি এলিজিতে এসব তথ্য লিখেছেন জে ডি ভ্যান্স। নিজের আত্মকথায় তিনি লিখেছেন, বাবা-মায়ের বিচ্ছেদের পর তার বাবা আবার বিয়ে করেন; কিন্তু মায়ের আপত্তির কারণে বাবা কিংবা তার সৎ ভাই-বোনদের সঙ্গে বেশ কয়েক বছর কোনো যোগাযোগ ছিল না ভ্যান্সের। এমনকি তার যে সৎ-ভাইবোন আছে— ১৩ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত জানতেন না যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট।
১৩ বছর বয়সে প্রথম কোরি’র সঙ্গে সাক্ষাৎ ঘটে তার। একই বছর বাবার সঙ্গেও যোগাযোগ স্থাপন হয়।
বওম্যান জানিয়েছেন, প্রথম পরিচয়ের পরে প্রায়েই ভ্যান্সের সঙ্গে দেখা হতো তার। তারা একসঙ্গে বাস্কেটবল খেলেছেন। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই যোগাযোগ আরও বাড়ে।
২০২৪ সালের নভেম্বরের নির্বাচনের আগে জুলাই মাসে যে সভায় ডোনাল্ড ট্রাম্প নিজের রানিং মেট হিসেবে জে ডি ভ্যান্সের নাম ঘোষণা করেন, সেই সভায় উপস্থিত ছিলেন কোরি বওম্যান। নভেম্বরের নির্বাচনের পর ভ্যান্সের শপথ গ্রহণ অনুষ্ঠানেও সপরিবারে উপস্থিত ছিলেন কোরি বওম্যান।
জেডি জানতেন যে কোরি মেয়র নির্বাচনে প্রার্থিতা করছেন। নির্বাচনের প্রচারাভিযান চলার সময় মাঝে মাঝে টেলিফোন করে কোরি’র খোঁজখবরও নিয়েছেন তিনি। কিন্তু তাকে অর্থ দিয়ে সহযোগিতা করেননি, তার পক্ষে প্রচার-প্রচারণাতেও অংশ নেননি। শুধু মঙ্গলবার ভোটের আগের দিন কোরিকে সমর্থনের আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন।
তবে এতে অসন্তুষ্ট হননি কোরি। এমনকি সাংবাদিকদের তিনি বলেছেন, তিনিও জেডি’র কাছে এমন আচরণই প্রত্যাশা করেছিলেন।
কোরি বলেছেন, “জেডি আমার ভাই, রাজনৈতিক উপদেষ্টা নয়। আমাদের যখন সাক্ষাৎ ঘটে, কিংবা ফোনে কথা হয়— সে সময় আমরা একে অপরের শারীরিক অবস্থা ও পরিবার সংক্রান্ত খোঁজখবর নেই। নির্বাচনের আগে সে ফোন করে জিজ্ঞেস করেছিল, ‘প্রচার-প্রচারণা কেমন চলছে’। আমি বললাম ভালো চলছে। আমি তার পরিবারের খোঁজ-খবর নিলাম…ব্যাস এটুকুই।”
জেডি ভ্যান্স এবং কোরি বওম্যান উভয়েই বিবাহিত এবং একাধিক সন্তানের জনক। জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স ভারতীয় বংশোদ্ভূত এবং তাদের সন্তানের সংখ্যা ৩। আর কোরি বওম্যানের স্ত্রী জর্ডান বওম্যান মার্কিনি এবং তাদের সন্তানের সংখ্যা চার।
কোরি বওম্যান একজন ব্যবসায়ী। সিনসিনাটি শহরে একটি ক্যাফে চালান তিনি। এছাড়া তিনি এবং তার স্ত্রী জর্ডান মিলে একটি গির্জা প্রতিষ্ঠা করেছেন সিনসিনাটিতে। সেই গির্জার সহকারী প্যাস্টর বা ধর্মযাজক কোরি।
টিএম/টিএ