তারকাখচিত ফ্র্যাঞ্চাইজির ভিড়ে দর্শকদের মন জিতে নিয়েছে ছোট বাজেটের ছবি ‘দ্য তাজ স্টোরি’। বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল অভিনীত ছবিটি মুক্তির প্রথম সপ্তাহান্তে আয় করেছে ৬ কোটি ২৫ লাখ রুপি। সীমিত প্রচার ও কঠিন প্রতিযোগিতা সত্ত্বেও রবিবার ৩৫ শতাংশ আয় বৃদ্ধি পেয়ে আলোচনায় আসে ছবিটি। বিপরীতে ‘বাহুবলি দ্য এপিক’-এর হিন্দি সংস্করণ আয় করেছে মাত্র ৩ কোটি ৯৫ লাখ রুপি।
মুখে মুখে প্রশংসা আর শক্তিশালী গল্পের জোরে ‘দ্য তাজ স্টোরি’ প্রথম সপ্তাহেই ছুঁতে চলেছে ১০ কোটির মাইলফলক।
এবি/টিকে