বলিউডের বহুমুখী তারকা আয়ুষ্মান খুরানা আবারও জানিয়ে দিলেন, তার প্রথম ভালোবাসা সিনেমা—সংগীত নয়। ই-টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এমন এক অভিনেতা, যে গান গায়—গায়ক, যে অভিনয় করে না।” এই এক বাক্যেই তিনি স্পষ্ট করে দিলেন তাঁর অগ্রাধিকার।
২০২৬ সাল পর্যন্ত তার সময়সূচি ইতিমধ্যেই ভরপুর। সামনে রয়েছে তিনটি বড় ছবি—পতি পত্নী অউর ওহ ২ (রাকুল প্রীত সিং, সারা আলি খান ও ওয়ামিকা গাব্বির সঙ্গে), করণ জোহর ও গুনীত মঙ্গা প্রযোজিত একটি ছবি (সারা আলি খানকে নিয়েও), এবং সুরজ বরজাতিয়ার পরবর্তী প্রজেক্ট যেখানে আয়ুষ্মানের বিপরীতে থাকছেন শারভারী।
আয়ুষ্মান জানিয়েছেন, এই ব্যস্ততার মধ্যেই সংগীত আপাতত কিছুটা পিছিয়ে গেছে। তবে ভক্তরা তার কণ্ঠ শুনতে পাবেন সিনেমার গানে। “আমি শুধুমাত্র ফিল্মের প্রয়োজন অনুযায়ী গান গাইব, রিপ্রাইজ বা ভার্সন হিসেবে,” বলেন তিনি।
পানি দা রং, সাড়ি গল্লি আজা–এর মতো সুললিত গান দিয়ে তিনি যেমন মন জিতেছেন, তেমনি প্রতিটি চরিত্রে অভিনয় দক্ষতাও প্রমাণ করেছেন। আপাতত স্বাধীন সংগীত প্রকল্পে না ফিরলেও, আয়ুষ্মানের শিল্পচর্চা এখনও গল্পের সুরেই বাঁধা।
এসএন