মুম্বাইয়ে পরীক্ষামূলক মনোরেল দুর্ঘটনা, আহত ৩ কর্মী

ভারতে নতুন মনোরেলের পরীক্ষামূলক চালনার সময় ট্রেনের খালি কোচ লাইনচ্যুত হয়ে সজোরে একটি বিমে ধাক্কা দিয়েছে। এতে ট্রেনটির তিন কর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে ট্রেনের ক্যাপ্টেনও রয়েছেন। দুর্ঘটনায় ট্রেনের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কর্তৃপক্ষ এটিকে “সামান্য ঘটনা” বলে দাবি করেছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের ওয়াডালা ডিপোতে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে কোনো যাত্রী ছিল না। তবে ঘটনার পর মনোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান মুম্বাই মহানগর পরিবহন সংস্থা (এমএমএমওসিএল) এটিকে “সামান্য ঘটনা” বলে দাবি করে এবং জানায়, কেউ আহত হয়নি। কিন্তু পৌরসভার এক কর্মকর্তা জানান, তিনজন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর থেকে ঘন ঘন প্রযুক্তিগত ত্রুটির কারণে মুম্বাইয়ের মনোরেল পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ট্রেনটি সামান্য হেলে আছে। ট্রেনের প্রথম কোচ বিমে ধাক্কা খেয়ে ওপরের দিকে উঁচু হয়ে যায় এবং পেছনের অংশ লাইন থেকে সরে পড়ে। পরে ভারী ক্রেনের সাহায্যে সেটি সরানো হয়।

এনডিটিভি বলছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দমকল কর্মকর্তারা জানান, ট্রেনের ভেতর থেকে দুই ক্রু সদস্যকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

কর্মকর্তারা জানান, সাদা রঙের মনোরেলটি সিগন্যালিং পরীক্ষার জন্য ডিপো থেকে বের করা হচ্ছিল, ঠিক তখনই ক্রসওভার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। ট্রায়ালে অংশ নেওয়া কোম্পানির এক প্রকৌশলী, ট্রেন ক্যাপ্টেন এবং কয়েকজন কর্মী ট্রেনে ছিলেন।

এমএমএমওসিএল জানিয়েছে, তারা প্রতিটি ৫৫ কোটি রুপিতে দেশীয় কোম্পানি মেধা এসএমএইচ রেল প্রাইভেট লিমিটেড থেকে ১০টি চার কোচের মনোরেল কিনেছে। সংস্থার বিবৃতিতে বলা হয়, “আজ সকালে নিয়মিত সিগন্যালিং ট্রায়ালের সময় একটি সামান্য ঘটনা ঘটে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং কেউ আহত হয়নি।”

সংস্থাটি জানায়, মেধা এসএমএইচ ট্রেন নিয়ন্ত্রণের জন্য আধুনিক কমিউনিকেশন-ভিত্তিক ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) সিগন্যালিং প্রযুক্তি পরীক্ষা করছে। এই পরীক্ষা সম্পূর্ণ নিরাপদ পরিবেশে এবং সব সুরক্ষা প্রোটোকল মেনে পরিচালিত হচ্ছে।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
র‍্যাবের সাবেক ডিজি হারুনের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা Nov 06, 2025
img
প্লট বরাদ্দ জালিয়াতি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা সাক্ষ্যগ্রহণ সম্পন্ন Nov 06, 2025
img
এক সিনেমায় তানিয়া-মৌসুমী-সায়রা, চমক হিসেবে থাকছে নুসরাত ফারিয়া! Nov 06, 2025
img
তরুণীদের উদ্দেশে প্রিয়াঙ্কা চোপড়ার বার্তা: “নিজের হয়ে কথা বলো” Nov 06, 2025
img
টলিউডকে নিজের পরিবার মনে করেন কোয়েল মল্লিক Nov 06, 2025
img

পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা

অর্থ উপদেষ্টা-গভর্নর পদত্যাগ না করলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও Nov 06, 2025
img
‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ চূড়ান্ত অনুমোদন Nov 06, 2025
img
বলিউডের অন্ধকার দিক উন্মোচন করলেন রাখি Nov 06, 2025
img
যেসব সাংবাদিক মবের ভয়ে আছেন, তারা ফ্যাসিবাদের দোসর: প্রেস সচিব Nov 06, 2025
img
পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনও বাধা নেই: অ্যাটর্নি জেনারেল Nov 06, 2025
''গণভোট না হলেই বরং জাতীয় সংসদ নির্বাচন সংকটে পড়ে যাবে'' Nov 06, 2025
খালেদা জিয়ার নির্দেশে নির্বাচনী মাঠে আরিফুল হক Nov 06, 2025
ধানের শীষে ফিরছেন কিবরিয়া পুত্র! Nov 06, 2025
img
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির উদ্দেশে প্রিয়াঙ্কা চোপড়ার বার্তা Nov 06, 2025
img
সাবেক মন্ত্রী মায়া ও তার পরিবারের ৮১টি ব্যাংক হিসাব জব্দ Nov 06, 2025
img
যমুনায় জামায়াতসহ ৮ দলের নেতারা, স্মারকলিপি নিলেন আদিলুর রহমান Nov 06, 2025
img
সর্বমিত্র চাকমার ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামির মন্তব্য Nov 06, 2025
img
এবার প্রথম শ্রেণীর ক্রিকেটে সুযোগ পাচ্ছেন যুব ক্রিকেটাররাও Nov 06, 2025
img
বিতর্কের মাঝে সামাজিক মাধ্যমে পোস্ট করলেন মাধুরী Nov 06, 2025
img
মানুষটা আপনাদের কাছে খারাপ হতে পারে কিন্তু সে আমার সন্তানের বাবা : মো. তারেকের স্ত্রী Nov 06, 2025