নেত্রকোণার বারহাট্টায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধ পথে আসা ট্রাকভর্তি ভারতীয় শাড়ি-কাপড় জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে জেলার বারহাট্টা কাকৈরবাজার এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করা হয়। পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে আগে থেকেই ওৎ পেতে থাকে পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আসা শাড়ি-কাপড় ট্রাক পুলিশের তাড়া খেয়ে বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সড়কের পাশে থাকা একটি বাড়িতে উঠিয়ে দেয়। পরে ধাওয়া করে স্থানীয়রা ট্রাকটি আটক করে।
এ সময় চোকারবারিরা দৌড়ে পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। পরে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কাপড়, থ্রিপিসসহ ট্রাকটি জব্দ করা হয়।
বারহাট্টা থানার ওসি কামরুল ইসলাম জানান, জব্দ করা মালামাল তালিকা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরপি/টিএ