ফরিদপুরে হত্যা মামলায় বিএনপির একাধিক নেতাসহ সাতজনের জামিন বাতিল করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন।
আদালতের নির্দেশে কারাগারে পাঠানো বিএনপি নেতারা হলেন- মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি ও বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ফকির, উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. ইউনুস, শরিফুল ইসলাম ও আমীরুল ইসলাম, বিএনপি কর্মী সলেমান চৌধুরী এবং মোশারফ হোসেন।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ এপ্রিল রাতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাগাট ইউনিয়নের বাগাট বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. আতিয়ার রহমান খান (৪০) নিহত হন।
এ ঘটনায় নিহত আতিয়ার রহমান খানের চাচা মো. শাহাদাত হোসেন বাদী হয়ে বিএনপি নেতা রাকিব হোসেন চৌধুরী ও আব্দুর রহিম ফকিরসহ ১০২ জনের নাম উল্লেখ করে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মনসুর বলেন, হত্যা মামলার আসামিরা এত দিন জামিনে ছিলেন। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আজ তারা আদালতে উপস্থিত হলে আদালত তাদের জামিন বাতিল করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। আদেশের পর পুলিশ প্রহরায় সাত আসামিকে কারাগারে নেওয়া হয়।
আরপি/টিএ