খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে খুলনার ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘কাজী ফয়েজ মাহমুদকে আমরা কয়েকদিন ধরে খুঁজছিলাম।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে একটি ভাড়া করা বাসা থেকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে গোয়েন্দা দল।’
পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, শেখ সোহেলের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন।
এমআর/টিকে