চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারীরা।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম শত শত নেতাকর্মী খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন। এর আগে বিকেলে সরওয়ার আলমগীরের সমর্থনে আরেকটি মিছিল বের হয়। দুই গ্রুপের মহড়ায় ফটিকছড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে।
এ সময় নেতাকর্মীরা বলেন, গত ১৭ বছর আজিম উল্লাহ বাহার মাঠে ছিলেন। জুলুম-নির্যাতন, হামলা-মামলা নিয়ে দলীয় নেতাকর্মী ও মানুষের উপকার করেছেন। ২০১৮ সালে নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করে হামলার শিকার হয়েছেন। দুঃসময়ে দলকে সংগঠিত করতে দিন-রাত কাজ করেছেন।
এমন একজন নেতাকে মনোনয়ন না দিয়ে কোন কারিশমায় অন্যজন মনোনয়ন পেলেন, আমাদের জানা নেই।
তারা আরো বলেন, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন ঋণখেলাপি। তিনি উত্তর জেলার রাজনীতি করেছেন। তার কোনো শিক্ষাগত সার্টিফিকেট নেই।
ফটিকছড়ির তৃণমূলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। মনোনয়ন পরিবর্তন করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
এদিকে সারোয়ার আলমগীরের সমর্থকদের দাবি আজিম উল্লাহ বাহার ২০১৮ সাল থেকে বিএনপি করেন। তার দুই ভাই শিবিরের ত্রাস হিসেবে গণধিক্কিত, যারা এখন বিএনপির রাজনীতি নিয়ন্ত্রণ করছে। বিগত সময়ে বাহার আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে রাজনীতি করেছে।
যার কারণে তার বিরুদ্ধে একটি মামলাও নেই। তাছাড়া আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক থাকায় তার স্ত্রীর চটপটির দোকানের নামে ২৩৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন। তিনি দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে তার পছন্দের লোকদের দিয়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি করেছেন।
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গত সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) মনোনয়ন পান জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলগীর। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ পাঁচজন।
আরপি/ টিকে