মেক্সিকোর প্রেসিডেন্টকে অবাঞ্ছিত ঘোষণা করল পেরু

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমকে ‘পারসোনা নন গ্রাটা তথা অবাঞ্ছিত ঘোষণা করেছে পেরু। মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কয়েকদিনের মধ্যেই এই পদক্ষেপ নিল দেশটি। এর ফলে পেরুতে প্রবেশ করতে পারবেন না শেনবাউম।

বিবিসির প্রতিবেদন মতে, মেক্সিকোর প্রেসিডেন্টের বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) পেরুর পার্লামেন্টে ভোটাভুটি হয়। তাতে পার্লামেন্টের ১৩০ জন সাংসদের মধ্যে ৬৩ জন পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট পড়ে মাত্র ৩৪টি। এভাবে শেনবাউমের প্রবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্প্রতি মেক্সিকো সরকার পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজকে রাজনৈতিক আশ্রয় দেয়। বেটসি গত সপ্তাহে পেরুর রাজধানী লিমায় অবস্থিত মেক্সিকোর দূতাবাসে আশ্রয় নেন। এর প্রতিক্রিয়া গত মঙ্গলবার (৪ নভেম্বর) মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পেরুর প্রেসিডেন্ট হোসে হেরির সরকার।

এরপর মেক্সিকোর প্রেসিডেন্টকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হলো। ‘পারসোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা সাধারণত বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, যা তাদের দেশত্যাগে বাধ্য করে এবং সংশ্লিষ্ট দেশের সরকারের প্রতি অসন্তোষের ইঙ্গিত দেয়।

ভোটাভুটির পর পেরুর কংগ্রেসের সভাপতি ফার্নান্দো রোস্পিগ্লিওসি বলেন, এই সিদ্ধান্ত সরকারকে সমর্থন জানানো এবং মেক্সিকোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপকে সমর্থনের প্রতীক।

ভোটাভুটির আগে সাধারণ আলোচনায় পার্লামেন্টের পররাষ্ট্র সম্পর্ক কমিটির অন্যতম সদস্য সাংসদ এরনেস্তো বুস্তামান্তে অভিযোগ করেন, মাদক চোরাচালানকারীদের সঙ্গে সম্পর্ক রয়েছে শেনবাউমের।

তিনি আরও বলেন, ‘আমরা এমন কাউকে আমাদের দেশে ঢুকতে দিতে পারি না, যার মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ রয়েছে এবং নিজ দেশের প্রকৃত সমস্যাগুলো থেকে জনগণকে বিভ্রান্ত করছেন।’

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেটসি চাভেজ ২০২২ সালের কথিত এক অভ্যুত্থানচেষ্টার মামলায় অভিযুক্ত। তিনি প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর ঘনিষ্ঠ ছিলেন এবং ২০২২ সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী ছিলেন।

চাভেজের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট কাস্তিলো যখন কংগ্রেস ভেঙে দেয়ার চেষ্টা করেন, তখন তিনি সেই প্রচেষ্টায় সহায়তা করেছিলেন। পরে কাস্তিলোকে অভিশংসন করে গ্রেপ্তার করা হয়। 

চাভেজকে ২০২৩ সালের জুনে আটক করা হয়েছিল। তবে চলতি বছরের সেপ্টেম্বরে তিনি জামিনে মুক্তি পান। তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বিশেষ অভিযানে মোহাম্মদপুর ও নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার ৩৭ Nov 08, 2025
img
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকদলের দুই নেতার Nov 08, 2025
img
শাটডাউনে হাজারো ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে Nov 07, 2025
img
গণভোটের তারিখ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার Nov 07, 2025
img
জগন্নাথের ১৫ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবি Nov 07, 2025
img
নিজেদের ভাবনার উপর নিয়ন্ত্রণ থাকা জরুরি: সন্দীপ্তা সেন Nov 07, 2025
পিতা মাতার প্রতি ছেলের কর্তব্য | ইসলামিক জ্ঞান | Nov 07, 2025
ফেলানি নিয়ে মুক্তি পেল জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার Nov 07, 2025
প্রস্তুত ইসি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন Nov 07, 2025
আ.লীগ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বললেন ব্যারিস্টার ফুয়াদ Nov 07, 2025
img
শ্বাসনালীর সংক্রমণে মাঠের বাইরে পাথিরানা Nov 07, 2025
img
মুক্তি পেয়েছে জাতীয় নির্বাচন-২০২৬ এর দ্বিতীয় টিজার Nov 07, 2025
img
থালাপতি বিজয়ের ‘জানা নায়াগন’ ৯ জানুয়ারি বড় পর্দায় মুক্তি Nov 07, 2025
img
চট্টগ্রামে অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করল চসিক Nov 07, 2025
img
দল বাড়ছে নারী ওয়ানডে বিশ্বকাপে Nov 07, 2025
img
ডেটিং অ্যাপ ‘হিংজ’-এর মাধ্যমে দুয়াজির সঙ্গে পরিচয় হয় মামদানির Nov 07, 2025
img
বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড Nov 07, 2025
img
সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল এক বৃদ্ধের Nov 07, 2025
img
ইয়ামাল ও ফোরনালসকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা স্পেনের Nov 07, 2025
img
রাজনৈতিক সংকট উত্তরণে সরকারকেই পদক্ষেপ নিতে হবে : সাইফুল হক Nov 07, 2025