বলিউডের ‘বিগ ফ্রাইডে নিউজ’! শুক্রবার মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিপাড়ায় শুভেচ্ছার জোয়ার। বর্তমান প্রজন্মের সেলেব-দম্পতিদের প্রায় সকলেই কন্যাসন্তানের মা। সেই তালিকায় দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, বিপাশা বসুও রয়েছেন। এবার পুত্রসন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা। সেই প্রেক্ষিতেই উচ্ছ্বসিত জেহ-তৈমুরদের মা করিনা কাপুর। শুভেচ্ছাবার্তাতেও ধরা পড়ল বেবোর উল্লাস!
ভিকি-ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়ে কারিনার মন্তব্য, ‘ক্যাট, বয় মাম্মা ক্লাবে তোমাকে স্বাগত। তোমার আর ভিকির জন্য ভীষণ খুশি হয়েছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন বেশ কয়েকটি ভালোবাসার ইমোজি। আর বেবোর এহেন মন্তব্যই আপাতত নেটদুনিয়ার চর্চায়। কেউ বললেন, ‘আপনিও তো পুত্রসন্তানের মা, তাতে কী এমন লাভ হয়েছে আপনার?’ কেউ বা করিনাকে সায় দিয়ে বললেন, ‘ঠিকই বলেছেন, অনেকদিন বাদে কোনও তারকার ঘরে পুত্রসন্তান এল।’ এহেন নানা মন্তব্যের ভিড় সোশাল পাড়ায়।
অন্যদিকে মার্কিন মুলুক থেকে ভিকি-ক্যাটরিনাকে একরাশ আদর-ভালোবাসা পাঠালেন প্রিয়াঙ্কা চোপড়া। বছর তিনেক আগে তিনিও মাতৃত্বের স্বাদ পেয়েছেন। মেয়ে মালতী মেরি জোনাসকে নিয়ে এখন তাঁর ভরা সংসার। প্রিয়াঙ্কা বলছেন, ‘দারুণ খুশি হয়েছি! অসংখ্য শুভেচ্ছা।’ মাতৃত্বের ইনিংস শুরু করার পর বলিউড থেকে দূরে পুত্র বায়ুকে নিয়ে ব্যস্ত সোনম কাপুরও। বলিমহলে কানাঘুষো, দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনাম! এহেন গুঞ্জনের মাঝেই ভিকি-ক্যাটরিনার উদ্দেশে নায়িকার মন্তব্য, ‘তোমরা দুজনেই খুব ভালো। তোমাদের জন্য প্রাণভরা ভালোবাসা রইল।’
হবু বাবা রাজকুমার রাওয়ের মন্তব্য, ‘ভিকি-ক্যাটরিনা এর থেকে অসাধারণ অনুভূতি আর হয় না। ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। আর খুদেকে আমার ভালোবাসা।’ এছাড়াও বলিউডের নতুন ‘সেলেব’ মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন অনিল কাপুর, নেহা ধুপিয়া-সহ আরও অনেকে।
শুক্রবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর দেন ভিকি কৌশল। পোস্টে উল্লেখ, “আমাদের ছোট্ট সোনা চলে এসেছে। গর্ব, ভালোবাসায় আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানালাম।” তার সঙ্গে পোস্টে ‘ওম’ এবং ‘আশীর্বাদধন্য’ এই শব্দদুটি জুড়ে দিয়েছেন অভিনেতা।
আইকে/ টিএ